নিচের কোনটি বাক্-প্রত্যঙ্গ নয়?
A
নাক
B
ঠোঁট
C
জিহ্বা
D
কান
উত্তরের বিবরণ
• ধ্বনি :
- কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে।
- ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না।
- ধ্বনি তৈরি হয় বাগ্যন্ত্রের সাহায্যে।
- ধ্বনি তৈরিতে যেসব বাক্-প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো-ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
- মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।
- ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়।
- তবে সব ধ্বনিই সব ভাষা গ্রহণ করে না।

0
Updated: 13 hours ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 3 weeks ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 3 weeks ago
A
সংস্কৃত
B
হিন্দি
C
অহমিয়া
D
তুর্কি
‘বাবা’ শব্দ
‘বাবা’ শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। এর অর্থ হলো পিতা বা জনক।
তুর্কি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ
বাংলা ভাষায় তুর্কি উৎসের আরও কয়েকটি শব্দ পাওয়া যায়, যেমন—
-
বাবা
-
কোর্মা
-
খাতুন
-
উজবুক
-
চাকু
-
তোপ
-
বাবুর্চি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago
মিহির বললো, "আমার জানামতে সবুজ এ বাসায় থাকে।"- উক্তিটির পরোক্ষরূপ কোনটি?
Created: 16 hours ago
A
মিহির বললো, তার জানামতে সবুজ এ বাসায় থাকে।
B
মিহির বললো যে, তার জানামতে সবুজ সে বাসায় থাকতো।
C
মিহির বলে, তার জানামতে সবুজ সে বাসায় থাকতো।
D
মিহির বললো যে, সে জানতো সবুজ সে বাসায় থাকতো।
• অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয়।
যেমন
• প্রত্যক্ষ উক্তি: মিহির বললো,
"আমার জানামতে সবুজ এ বাসায় থাকে।"
• পরোক্ষ উক্তি: মিহির বললো যে, তার জানামতে সবুজ সে বাসায় থাকতো।
উল্লেখ্য,
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।
• উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
যেমন
- ছেলেটি বলেছিল,
"আজ আমি অনেক পড়েছি।"
এটি প্রত্যক্ষ উক্তি।
- ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে। এটি পরোক্ষ উক্তি।

0
Updated: 16 hours ago