'ই' উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
A
উচ্চ-সম্মুখ
B
নিম্ন-সম্মুখ
C
নিম্ন-পশ্চাৎ
D
উচ্চ-পশ্চাৎ
উত্তরের বিবরণ
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
• জিভের উচ্চতা অনুযায়ী,
- উচ্চ = ই, উ।
- উচ্চ-মধ্য = এ, ও।
- নিম্ন-মধ্য = আ্যা, অ।
- নিম্ন = আ।
• জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী:
- সম্মুখ = ই, এ, আ্যা,
- মধ্য = আ;
- পশ্চাৎ = উ, ও, অ।

0
Updated: 13 hours ago
কোন ভাষা অপরিবর্তনীয় এবং কৃত্রিম?
Created: 1 week ago
A
চলিত ভাষা
B
উপভাষা
C
সাধু ভাষা
D
আঞ্চলিক ভাষা
সাধু ভাষারীতি বাংলা ভাষার একটি প্রাচীন ও কৃত্রিম ভাষারীতি, যা মূলত লিখিত রূপে ব্যবহৃত হয়ে এসেছে। এটি ব্যাকরণনিষ্ঠ হলেও কথ্য ভাষার জন্য স্বাভাবিক নয়।
-
সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা হিসেবে পরিচিত।
-
এটি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে।
-
সাধু ভাষায় পদবিন্যাসের রীতি সুনির্দিষ্ট থাকে।
-
এতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি দেখা যায়।
-
এই ভাষারীতি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের জন্য উপযোগী নয়।
-
সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহার করা হয়।
-
এটি স্বভাবে গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর।
-
সাধু ভাষারীতি অপরিবর্তনীয় হওয়ায় কৃত্রিম মনে হয়।

0
Updated: 1 week ago
লোকটি বলল, "বাঃ! পাখিটি তো চমৎকার।"- উক্তিটির পরোক্ষরূপ কোনটি?
Created: 16 hours ago
A
লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।
B
লোকটি আনন্দের সাথে বলল, পাখিটি চমৎকার।
C
লোকটি হাসি দিয়ে বলল যে, পাখিটি চমৎকার।
D
লোকটি বলল যে, পাখিটি চমৎকার।
• প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন-
• আবেগসূচক বাক্য:
- প্রত্যক্ষ উক্তি : লোকটি বলল,
"বাঃ! পাখিটি তো চমৎকার।"
- পরোক্ষ উক্তি : লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।
- প্রত্যক্ষ উক্তি : ভিখারিনী বলল,
"শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি।"
- পরোক্ষ উক্তি: ভিখারিনী দুঃখের সাথে বলল যে, তারা শীতে বড়ই কষ্ট পাচ্ছে।

0
Updated: 16 hours ago
বাংলা ভাষারীতির কয়টি রূপ?
Created: 1 month ago
A
২টি
B
৩টি
C
৫টি
D
৪টি
বাংলা ভাষার মৌলিক রূপ – ২ টি। ক. লেখ্য খ. মৌখিক। কিন্তু বাংলা ভাষার মৌলিক অংশ – ৪ টি। ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. অর্থ।

0
Updated: 1 month ago