এক কথায় প্রকাশ
বর্ণনা | এক কথায় প্রকাশ |
---|---|
যা অপনয়ন করা কষ্টকর | দূরপনেয় |
যা অপনয়ন করা যায় না | অনপনেয় |
যা অনুভব করা হচ্ছে | অনুভূয়মান |
যা বহন করা যাচ্ছে | নীয়মান |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
বাংলা ভাষার মৌখিক রূপের একটি হলো—
A
প্রমিত রীতি
B
সংস্কৃত রীতি
C
সাধু রীতি
D
লিখিত রীতি
উত্তরের বিবরণ
• বাংলা ভাষার মৌখিক রূপের একটি হলো— প্রমিত রীতি।
• বাংলা ভাষার রূপ দুটি:
- মৌখিক রূপ,
- লৈখিক রূপ।
• ভাষার মৌখিক রূপের আবার দুটো রীতি রয়েছে,
যথা: আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি।
অপর দিকে,
•লৈখিক রূপেরও দুটো আলাদা রীতি আছে, যেমন: চলিত রীতি ও সাধু রীতি।
0
Updated: 13 hours ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 3 weeks ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 3 weeks ago
নিচের কোনটি সাধু ভাষায় ব্যবহার উপযোগী নয়?
Created: 13 hours ago
A
গল্প লেখা
B
কবিতা লেখা
C
প্রবন্ধ লেখা
D
বক্তৃতা দেওয়া
• সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।
0
Updated: 13 hours ago
"যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 3 weeks ago
A
অনপনেয়
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
নীয়মান
0
Updated: 3 weeks ago