বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি?
A
৩৭টি
B
৩৫টি
C
৩২টি
D
৩৯টি
উত্তরের বিবরণ
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
ধ্বনিগুলো দুই ভাগে বিভক্ত:
-
স্বরধ্বনি
-
ব্যঞ্জনধ্বনি
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি):
[প্], [ফ], [ব], [ভ], [ত্], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ়], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]
-
এখানে প্রতিটি ধ্বনি বা উচ্চারণ তৃতীয় বন্ধনীর মাধ্যমে নির্দেশ করা হয়েছে।
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই?
Created: 1 month ago
A
ভালো করে পড়াশোনা করলে।
B
ভালো করে পড়াশোনা করবে।
C
প্রভাতে সূর্য উঠলে।
D
আমরা হাত-মুখ ধুয়ে।
সমাপিকা ক্রিয়া হলো সেই ধরনের ক্রিয়া যার মাধ্যমে বাক্যের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। সমাপিকা ক্রিয়ার বাক্য সাধারণত স্বতঃসম্পূর্ণ এবং পাঠকের কাছে সম্পূর্ণ অর্থ পৌঁছে দেয়।
-
উদাহরণ সমাপিকা ক্রিয়ার:
-
ভালো করে পড়াশোনা করবে।
-
ছেলেরা খেলা করছে।
-
এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে।
-
অসমাপিকা ক্রিয়া হলো সেই ধরনের ক্রিয়া যা বাক্যের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে না এবং প্রায়শই অন্য ক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হয়।
-
উদাহরণ অসমাপিকা ক্রিয়ার:
-
ভালো করে পড়াশোনা করলে।
-
প্রভাতে সূর্য উঠলে।
-
আমরা হাত-মুখ ধুয়ে।
-
উল্লেখ্য, সমাপিকা ক্রিয়ার বাক্যে অসমাপিকা ক্রিয়ার উপস্থিতি নেই, কারণ বাক্যের অর্থ পূর্ণ।
0
Updated: 1 month ago
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ -
Created: 1 month ago
A
অহঃ+অহ
B
অহ+রহঃ
C
অহর+হ
D
অহঃ+রহ
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো অহঃ + অহ
সন্ধির নিয়ম:
-
অ-কারের পরে র্-জাত বিসর্গ থাকলে, উপর্যুক্ত ধ্বনিসমূহের যেকোনো একটি থাকলে বিসর্গ স্থানে 'র' ধ্বনি হয়।
উদাহরণ:
-
অন্তঃ + গত → অন্তর্গত
-
অহঃ + অহ → অহরহ
-
পুনঃ + উক্ত → পুনরুক্ত
0
Updated: 1 month ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago