বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি?
A
৩৭টি
B
৩৫টি
C
৩২টি
D
৩৯টি
উত্তরের বিবরণ
• ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
• এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়:
- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ),
[অ্যা], [আ],
[অ], [ও],
[উ];
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি:
[প্], [ফ],
[ব], ভিা, [ত্], [থ],
[দ], [ধ],
[ট], [ঠ],
[ড], [ঢ়],
[চ], [ছ],
[জ], [ব],[ক], [খ],
[গা,[ঘ],
[ম], [ন],
[ঙ], [স্],
[শ], [হা, [ল], [র],
[ড়], [ঢ়।।
- এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

0
Updated: 14 hours ago
"ব্যাঙের সর্দি" বাগ্ধারার সমার্থক কোনটি?
Created: 16 hours ago
A
ভিজে বিড়াল
B
বাঘের দুধ
C
কুয়োর ব্যাঙ
D
কৈ মাছের প্রাণ
ব্যাঙের সর্দি বাগ্ধারার সমার্থক হচ্ছে বাঘের দুধ।
- ব্যাঙের সর্দি (অসম্ভব বন্ধু)-দশ বছর যে জেল খাটল তাকে দেখাচ্ছ জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি?
- বাঘের দুধ (অসম্ভব বস্তু): টাকায় কী না হয়? বাঘের দুধ মেলে।
• অন্যান্য অপশন:
- ভিজে বিড়াল (কপট ব্যক্তি): সাবধান, আমাদের চারদিকে ভিজে বিড়ালের অভাব নেই।
- কুয়োর ব্যাঙ (সংকীর্ণমনা লোক): ও রকম কুয়োর ব্যাঙ দিয়ে নতুন কিছু করা যাবে না।
- কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না): শত প্রতিকূল পরিবেশেও এরা কৈ মাছের প্রাণ হয়ে বাঁচে।

0
Updated: 16 hours ago
“অন্ধের যষ্টি” বাগ্ধারাটির অর্থ কী?
Created: 16 hours ago
A
একমাত্র অবলম্বন
B
অসম্ভব কল্পনা
C
নির্বোধ
D
আশায় নৈরাশ্য
“অন্ধের যষ্টি” বাগ্ধারাটির অর্থ হচ্ছে- একমাত্র অবলম্বন।
• অন্যান্য অপশন:
- আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): অল্প বিনিয়োগে বেশি লাভের আশা! আকাশ কুসুম চিন্তা ছাড়া কিছু নয়।
- বুদ্ধির ঢেঁকি (নির্বোধ): তোমার বিবেচনার বলিহারি, অমন বুদ্ধির ঢেঁকির কাছে গেছ বুদ্ধি নিতে!
- গুড়ে বালি (আশায় নৈরাশ্য): ঝড়ের কারণে আম ব্যবসায়ীদের লাভের আশা এবার গুড়ে বালি।

0
Updated: 16 hours ago
অপত্নীবাচক শব্দ কোনটি?
Created: 16 hours ago
A
জেলেনি
B
শিক্ষিকা
C
গুরুপত্নী
D
দাদি
শিক্ষিকা একটি অপত্নীবাচক শব্দ।
সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের: পত্নীবাচক এবং অপত্নীবাচক।
স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
যেমন
- পিতা-মাতা,
- চাচা-চাচি,
- দাদা-দাদি,
- জেলে-জেলেনি,
- গুরু-গুরুপত্নী ইত্যাদি।
অন্যদিকে স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন
- খোকা-খুকি,
- ছাত্র-ছাত্রী,
- শিক্ষক-শিক্ষিকা,
- নেতা-নেত্রী,
- পাগল-পাগলি।

0
Updated: 16 hours ago