১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
A
মেজর জেনারেল জিয়াউর রহমান
B
মেজর জেনারেল মঞ্জুর
C
মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
D
মেজর জেনারেল এইচ এম এরশাদ
উত্তরের বিবরণ
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।
মেজর জেনারেল কে. এম. শফিউল্লাহ:
- কাজী মোহাম্মদ শফিউল্লাহ বীর উত্তম যিনি কে এম শফিউল্লাহ নামেও পরিচিত।
- তার জন্ম ২ সেপ্টেম্বর ১৯৩৪ তারিখে।
- তিনি একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং সাবেক সংসদ সদস্য।
উল্লেখ্য,
- দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসাবে, তার ব্যাটালিয়ন সহ, তিনি ছিলেন প্রথম বাঙালি অফিসার যিনি ১৯ মার্চ ১৯৭১ সালে বিদ্রোহ করেন এবং ৫৭ বিডিই কমান্ডার-ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন।
- তিনি সিলেটের তেলিয়াপাড়ায় সদর দপ্তর ৩ সেক্টরের সেক্টর কমান্ডার হন।
- তিনি সরাসরি সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অন্তত দুটি এই ধরনের যুদ্ধে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পান।
- সেপ্টেম্বরের শেষের দিকে তিনি তিনজন ব্রিগেড কমান্ডারের একজন নিযুক্ত হন।
- তিনি স্বাধীনতা যুদ্ধের সময় 'এস-ফোর্স'-এর কমান্ডার ছিলেন।
- শফিউল্লাহ ১৯৭২ সালের এপ্রিল মাসে সেনাপ্রধান হন।
- ১৫ আগস্ট ১৯৭৫ সালের বাংলাদেশ অভ্যুত্থানের পর, রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমদ তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান।
⇒ ১৫ আগস্ট ১৯৭৫:
- ১৫ আগস্ট ১৯৭৫ সালে বাংলাদেশের অভ্যুত্থান হলো মধ্য সারির সশস্ত্র অফিসারদের দ্বারা সংগঠিত একটি সামরিক অভ্যুত্থান।
- খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে একটি পাকিস্তানপন্থি সরকার দিয়ে শেখ মুজিবুর রহমানের সরকারকে অপসারণের পরিকল্পনা করেছিলেন কর্মকর্তারা।
- শেখ মুজিব এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য এ অভ্যুত্থানে নিহত হন।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago
Which bank has published the first independent IFRS report in Bangladesh?
Created: 4 weeks ago
A
AB Bank PLC
B
IFIC Bank PLC
C
Jamuna Bank PLC
D
BRAC Bank PLC
ব্র্যাক ব্যাংকের আইএফআরএস প্রতিবেদন
-
প্রথম প্রকাশ: ব্র্যাক ব্যাংক, বাংলাদেশে
-
প্রতিবেদনের ধরন: স্বতন্ত্র IFRS ‘S-1’ ও ‘S-2’ রিপোর্ট
-
মানদণ্ড: International Sustainability Standards Board (ISSB) তৈরি জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক
-
বিষয়বস্তু:
-
টেকসই ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগের এক্সপোজার শনাক্ত, পরিচালনা ও প্রকাশ
-
-
বিশেষত্ব: ব্র্যাক ব্যাংক প্রথম ইনডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে একমাত্র ব্যাংক যা নতুন IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে
-
প্রবর্তনের বছর: ২০২৩
-
উল্লেখ্য: IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ডস সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশে সমন্বিত ও বিনিয়োগকারীকেন্দ্রিক কাঠামো প্রদান করে

0
Updated: 4 weeks ago
দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
Created: 4 months ago
A
২.৪৫
B
৩.৩২
C
৩.৪০
D
৩.৪৩
কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য ৩.৩২ (২.০৬ মাইল) কিলোমিটার। পুরো নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, সংক্ষেপে কর্ণফুলী টানেল। প্রস্থঃ১০.৮ মি। টানেলটি নদীর মধ্যভাগে ১৫০ ফুট গভীরে অবস্থিত। ২৮ অক্টোবর ২০২৩ এটি উদ্বোধন করা হয়।

0
Updated: 4 months ago
'Subarnachar Island' is located in -
Created: 4 weeks ago
A
Noakhali
B
Rajshahi
C
Bhola
D
Laxmipur
মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন অঞ্চল: দুবলার চর, পাটনি চর।

0
Updated: 4 weeks ago