নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
উত্তরের বিবরণ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে
0
Updated: 1 month ago
'খেমারুজ' কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
ফিলিপাইন
B
পেরু
C
কলম্বিয়া
D
কম্বোডিয়া
খেমারুজ হলো কম্বোডিয়ার একটি সোশ্যালিস্ট গেরিলা সংগঠন, যা পলপটের নেতৃত্বে দেশটিকে নিয়ন্ত্রণ করেছিল।
-
নেতা: পলপট, কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক
-
শাসনকাল: ১৯৭৫–১৯৭৯
-
মানবিক ক্ষয়ক্ষতি: প্রায় ২০ লক্ষ মানুষ মারা যায়, যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত
-
পতন: ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী আক্রমণ করলে পলপট ও খেমারুজ শাসনের অবসান ঘটে
0
Updated: 1 month ago
কোনটি পেরুর গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
গডস আর্মি
B
শাইনিং পাথ
C
এম -১৯
D
জে কে এল এফ
শাইনিং পাথ হলো পেরুর একটি সশস্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন, যা কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাজনৈতিক ও সামরিক দিক থেকে পেরুর সরকারি ব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় ছিল।
-
শাইনিং পাথ:
-
প্রতিষ্ঠিত: ১৯৭০
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
ভূমিকা: পেরুর কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে সক্রিয়
-
বর্তমান: কর্মকাণ্ড বর্তমানে স্তিমিত
-
-
অন্যান্য গেরিলা সংগঠন:
-
M-19: কলম্বিয়ার একটি গেরিলা সংগঠন
-
JKLF (Jammu-Kashmir Liberation Front): ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন
-
গডস আর্মি: মিয়ানমারের কারেন রাজ্যের একটি গেরিলা সংগঠন
-
0
Updated: 1 month ago
অপারেশন রাইজিং লায়ন কোন দেশের পরিচালিত অভিযান?
Created: 2 months ago
A
ইউক্রেন
B
ইসরায়েল
C
ভারত
D
পাকিস্তান
অপারেশন রাইজিং লায়ন
-
পরিচয়: ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযান
-
নামের অর্থ: বাইবেলের একটি অনুচ্ছেদ থেকে নেওয়া, সিংহের প্রতীকী শক্তি ও ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির প্রতীক
-
তারিখ ও সময়: ১৩ জুন ২০২৫-এর ভোর
-
পরিচালন: ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে
-
প্রক্রিয়া:
-
ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা
-
প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা
-
ইরানের প্রতিক্রিয়া:
-
পাল্টা হামলার নাম: অপারেশন টু প্রমিজ থ্রি
-
কার্যক্রম: শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া
উৎস: যুগান্তর
0
Updated: 2 months ago