কোন দেশ পানামা খালের খনন কাজে তত্ত্বাবধান করেছিল?
A
জার্মানি
B
যুক্তরাজ্য
C
পানামা
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
পানামা খাল:
-
নির্মাণ কাজ শুরু: ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে।
-
নির্মাণ সম্পন্ন: ১৯১৪ সালে।
-
১৯৭৯ সাল পর্যন্ত খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
-
১৯৭৯ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্র যৌথভাবে খালটির নিয়ন্ত্রণ চালায়।
-
১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র খালটি পূর্ণরূপে পানামার কাছে হস্তান্তর করে।
-
অবস্থান: উত্তর আমেরিকার দেশ পানামা।
-
পানি সংযোগ: আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
ভূগোল: উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।

0
Updated: 15 hours ago
Central Intelligence Agency (CIA) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 4 weeks ago
A
ফ্রান্স
B
রাশিয়া
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
• Central Intelligence Agency (CIA)
-
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিদেশী গোয়েন্দা ও প্রতিগোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৪৭ সালে আনুষ্ঠানিকভাবে।
-
সিআইএ-এর উৎপত্তি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কৌশলগত পরিষেবা অফিস (OSS) থেকে, যা ছিল যুক্তরাষ্ট্রের প্রথম আধুনিক গোয়েন্দা সংস্থা।
-
এর মূল কাজ ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করা।
উৎস: Britannica ✅

0
Updated: 4 weeks ago
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো] মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
Created: 1 month ago
A
জর্জ বুশ
B
হিলারী ক্লিনটন
C
রবার্ট গেইট ( ব্যাখ্যা পড়ুন )
D
কন্দালিসা রাইস
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও (Marco Rubio)। তিনি ২০২৫ সালের ২১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ।
মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর হিসেবে ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি সিনেটের ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান এবং ছোট ব্যবসা কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন

0
Updated: 1 month ago
আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?
Created: 6 days ago
A
আলাস্কা
B
হাওয়াই
C
টেস্কাস
D
ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্র (United States of America - USA):
-
পূর্ণ নাম: United States of America (USA)
-
রাজধানী: ওয়াশিংটন, ডি.সি.
-
প্রতিষ্ঠা: ৪ জুলাই ১৭৭৬ (স্বাধীনতা ঘোষণা)
-
আয়তন: ৯.৮৩ মিলিয়ন বর্গকিলোমিটার (বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ)
-
মুদ্রা: মার্কিন ডলার (USD)
-
ভাষা: ইংরেজি (প্রধান), স্প্যানিশ এবং অন্যান্য ভাষা
-
সরকার ব্যবস্থা: ফেডারেল প্রেসিডেন্সিয়াল গণতান্ত্রিক প্রজাতন্ত্র
-
বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প (২০২৫ সালে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ)
-
অঙ্গরাজ্যের সংখ্যা: ৫০টি অঙ্গরাজ্য, ১টি ফেডারেল ডিস্ট্রিক্ট (Washington, D.C.) এবং কয়েকটি টেরিটরি (যেমন: Puerto Rico, Guam)
-
হাওয়াই অঙ্গরাজ্য যোগ দেয়: ১৯৫৯ সালে
-
বৃহত্তম অঙ্গরাজ্য (আয়তনে): আলাস্কা (১.৭২ মিলিয়ন বর্গকিলোমিটার)
-
বৃহত্তম অঙ্গরাজ্য (জনসংখ্যায়): ক্যালিফোর্নিয়া (প্রায় ৩৯ মিলিয়ন জনসংখ্যা)

0
Updated: 6 days ago