কোন দেশ পানামা খালের খনন কাজে তত্ত্বাবধান করেছিল?
A
জার্মানি
B
যুক্তরাজ্য
C
পানামা
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
পানামা খাল:
-
নির্মাণ কাজ শুরু: ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে।
-
নির্মাণ সম্পন্ন: ১৯১৪ সালে।
-
১৯৭৯ সাল পর্যন্ত খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
-
১৯৭৯ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্র যৌথভাবে খালটির নিয়ন্ত্রণ চালায়।
-
১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র খালটি পূর্ণরূপে পানামার কাছে হস্তান্তর করে।
-
অবস্থান: উত্তর আমেরিকার দেশ পানামা।
-
পানি সংযোগ: আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
ভূগোল: উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।
0
Updated: 1 month ago
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ কোনটি?
Created: 2 months ago
A
সিনেট
B
অ্যাসেম্বলি
C
হাউস অব লর্ডস
D
হাউস অব কাউন্সিলর
কংগ্রেস (Congress) – মার্কিন যুক্তরাষ্ট্র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা।
-
দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান।
-
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।
কংগ্রেসের দুটি কক্ষ:
-
নিম্নকক্ষ – প্রতিনিধি সভা (The House of Representatives)
-
আসন সংখ্যা: ৪৩৫
-
মেয়াদ: ২ বছর
-
-
উচ্চকক্ষ – সিনেট (The Senate)
-
আসন সংখ্যা: ১০০
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট
0
Updated: 2 months ago
যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 1 month ago
A
রিচার্ড নিক্সন
B
বিল ক্লিনটন
C
কেনেডি
D
ডনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের একজন বিশিষ্ট ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে বহুল আলোচনার বিষয় হয়ে উঠেছেন।
-
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
-
তিনি ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন।
-
২০১৭ সালের ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
-
তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, সামাজিক ব্যক্তিত্ব ও লেখক হিসেবে পরিচিত।
-
ট্রাম্প দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
-
তার আত্মজীবনীমূলক বইয়ের নাম Trump: The Art of the Deal, যা ব্যবসা ও চুক্তি করার কৌশল নিয়ে লেখা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে আলোচিত ও সমালোচিত প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়।
-
বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এ অভিশংসিত (impeached) হন।
-
তার আগে শুধু দুইজন প্রেসিডেন্ট হাউজে অভিশংসিত হয়েছেন: অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
Created: 3 months ago
A
৯৯
B
১০০
C
১০১
D
১০২
মার্কিন যুক্তরাষ্ট্র
-
মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেন ১৪৯২ সালে ইতালির নাবিক কলম্বাস।
-
এই দেশ ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস ৪ জুলাই পালন করা হয়।
-
প্রথমে এখানে ছিল ১৩টি অঙ্গরাজ্য।
-
এখন মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে।
-
সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই।
-
প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট থাকে।
-
একটি প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।
-
মার্কিন কংগ্রেস দুই ভাগে বিভক্ত: নিম্নকক্ষ হলো 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভস' এবং উচ্চকক্ষ হলো 'সিনেট'।
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন।
-
মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় ফ্রান্স।
কংগ্রেস
-
সিনেট হল উচ্চকক্ষ, যেখানে প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে প্রতিনিধি থাকে।
-
সুতরাং, মোট সিনেট সদস্যের সংখ্যা ১০০।
-
সিনেটের এই পদ্ধতিকে অনেকেই অগণতান্ত্রিক মনে করেন, কারণ জনসংখ্যার বড় পার্থক্য থাকা সত্ত্বেও সবাই সমান প্রতিনিধিত্ব পায়।
-
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হলো নিম্নকক্ষ, এখানে মোট ৪৩৫টি আসন আছে।
-
হাউস সদস্যদের মেয়াদ হয় ২ বছর।
0
Updated: 3 months ago