ফকল্যান্ড দ্বীপ কোন মহাদেশে অবস্থিত?
A
উত্তর আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
উত্তরের বিবরণ
দক্ষিণ আমেরিকা (South America):
-
আয়তনে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-
মহাদেশের আকৃতি ত্রিকোণাকৃতির।
-
সর্বোচ্চ স্থান: আকাঙ্কাগুয়া পর্বত।
-
দক্ষিণ আমেরিকা ১৪টি দেশ নিয়ে গঠিত।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল; ক্ষুদ্রতম দেশ: সুরিনাম।
-
ফকল্যান্ড দ্বীপ এই মহাদেশে অবস্থিত।
-
এই দ্বীপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
-
দীর্ঘতম এবং বিশ্বের প্রশস্ততম নদী: আমাজান।
-
ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ’ বলা হয়।
-
এই দেশটি নিরক্ষরেখা দিয়ে অতিক্রম করেছে।
-

0
Updated: 14 hours ago