ফকল্যান্ড দ্বীপ কোন মহাদেশে অবস্থিত?
A
উত্তর আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
উত্তরের বিবরণ
দক্ষিণ আমেরিকা (South America):
-
আয়তনে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-
মহাদেশের আকৃতি ত্রিকোণাকৃতির।
-
সর্বোচ্চ স্থান: আকাঙ্কাগুয়া পর্বত।
-
দক্ষিণ আমেরিকা ১৪টি দেশ নিয়ে গঠিত।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল; ক্ষুদ্রতম দেশ: সুরিনাম।
-
ফকল্যান্ড দ্বীপ এই মহাদেশে অবস্থিত।
-
এই দ্বীপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
-
দীর্ঘতম এবং বিশ্বের প্রশস্ততম নদী: আমাজান।
-
ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ’ বলা হয়।
-
এই দেশটি নিরক্ষরেখা দিয়ে অতিক্রম করেছে।
-
0
Updated: 1 month ago
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে সংঘাত হয়েছিল কোন দুই দেশের মধ্যে?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
স্পেন ও ফ্রান্স
C
ব্রাজিল ও চিলি
D
যুক্তরাষ্ট্র ও কিউবা
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা ইসলাস মালভিনাস নামেও পরিচিত, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ব্রিটিশ শাসিত দ্বীপপুঞ্জ। এটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল থেকে প্রায় ৪৮০ কিমি দূরে অবস্থান করে এবং রাজধানী শহর হলো স্ট্যানলি।
-
ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধের সময়কাল: ১৯৮২।
-
যুদ্ধ সংঘটিত হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ এবং দক্ষিণ স্যান্ডইচ দ্বীপে।
-
যুদ্ধের ফলাফল: যুক্তরাজ্য বিজয়ী হয় এবং ফকল্যান্ডসহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago