মানব সভ্যতায় প্রথম কোন যুগে তামা ব্যবহারের সূচনা হয়?
A
লৌহ যুগ
B
তাম্র যুগ
C
প্রস্তর যুগ
D
ব্রোঞ্জ যুগ
উত্তরের বিবরণ
তাম্রযুগ:
-
খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দের শেষ দিকে ইউরোপ ও নিকট প্রাচ্যে তাম্রযুগের সূচনা ঘটে।
-
তাম্রযুগে প্রবেশের মাধ্যমে নগরসভ্যতার সূচনা ঘটে।
-
তাম্রযুগে পাথরের ব্যবহার চলছিলেও তামার ব্যবহার নতুনত্বের পরিচায়ক।
-
এই যুগকে তাম্রপলীয় যুগ নামে আখ্যায়িত করা হয়।
-
মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা।
-
প্রাচীন মিশর, সিরিয়া ও অ্যাসিরিয়ার মানুষ তামা ব্যাপকভাবে ব্যবহার করত।
-
সুমেরের নগরসভ্যতার গোড়াপত্তনও তামা ব্যবহারের মাধ্যমে ঘটে।
-
তামার সীমিত প্রাপ্যতা এবং পরে ব্রোঞ্জযুগের আগমনের কারণে তাম্রযুগ দীর্ঘায়িত হয়নি।
-
তামার হাতিয়ার ও তৈজসপত্রের ব্যবহার পাথরের স্থলে শ্রমের উৎপাদনশক্তি বৃদ্ধি করে।
0
Updated: 1 month ago
মায়াদের ‘হাব (Haab)’ ক্যালেন্ডার কিসের উপর ভিত্তি করে তৈরি?
Created: 2 months ago
A
ধর্মীয় রীতি
B
সৌর বছর
C
চন্দ্র বছর
D
কৃষি মৌসুম
মায়া সভ্যতা (Maya Civilization)
প্রকৃতি: তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা
নিবাসকারী: মায়া সভ্যতার মানুষকে মায়ান বলা হতো
অবস্থান: মেক্সিকো ও মধ্য আমেরিকার দেশসমূহ — গুয়েতমালা, বেলিজ, এল সালভাদোর, হন্ডরাস প্রভৃতি
সময়কাল: আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে বসবাস শুরু
কেন্দ্রবিন্দু: মেক্সিকোর ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর
সভ্যতার পর্যায়:
প্রাচীন মায়া সভ্যতা: খ্রিস্টপূর্ব ১৮০০ – ২৫০ খ্রিস্টাব্দ
ক্ল্যাসিক মায়া সভ্যতা: ২৫০ – ৯০০ খ্রিস্টাব্দ
ক্যালেন্ডার:
হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার
টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার
তথ্যসূত্র: Britannica & history.com
0
Updated: 2 months ago
'ইনকা' কোন অঞ্চলের প্রাচীন সভ্যতা?
Created: 2 months ago
A
পশ্চিম আফ্রিকা
B
পূর্ব ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
পূর্ব এশিয়া
ইনকা সভ্যতা:
-
এটি দক্ষিণ আমেরিকার এক প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা।
-
ইনকা সভ্যতা মূলত পেরুকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল।
-
এর বিস্তার ছিল প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী এলাকা এবং আন্দিজ পর্বতমালা বরাবর—উত্তরে ইকুয়েডর থেকে শুরু করে দক্ষিণে মধ্য চিলি পর্যন্ত।
-
ইনকা সভ্যতার উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ পাওয়া যায় পেরুর মাচু পিচুতে, যা আজও বিশ্ব ঐতিহ্যের এক নিদর্শন।
-
এই সভ্যতার প্রতিষ্ঠাতা বা প্রধান স্থপতি ছিলেন মানকো কাপাক।
-
তাদের ভাষা ছিল কেচুয়া।
তথ্যসূত্র: ব্রিটানিকা
0
Updated: 2 months ago
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Created: 3 months ago
A
গ্রিসে
B
মেসোপটেমিয়ায়
C
রোমে
D
ভারতে
বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ও বহুল আলোচিত সভ্যতা হলো মেসোপটেমিয়া। খ্রিস্টপূর্ব প্রায় ৪,০০০ অব্দে, যখন মিশরে নগর সভ্যতার সূচনা ঘটে, তখন মেসোপটেমিয়াও তার নিজস্ব সাংস্কৃতিক ও নগর জীবনের বিকাশ শুরু করে।
‘মেসোপটেমিয়া’ শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে, যার অর্থ “দুই নদীর মাঝে অবস্থিত ভূমি”। এই দুটি নদী হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস, যাদের মাঝে বিস্তৃত ছিলো উর্বর এক উপত্যকা। গ্রীক পণ্ডিতরাই প্রথম এই অঞ্চলের জন্য ‘মেসোপটেমিয়া’ নাম ব্যবহার করেন।
ভৌগোলিকভাবে মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিল—উত্তর ও দক্ষিণ। উত্তরাঞ্চল পরিচিত ছিল অ্যাসেরীয় নামে, আর দক্ষিণ অংশই মূলত মেসোপটেমিয়া নামে অধিক পরিচিত।
বর্তমান বিশ্বের মানচিত্রে ইরাকের অধিকাংশ এলাকাই এই প্রাচীন সভ্যতার অংশ ছিল। তাছাড়া এর বিস্তৃতি আজকের সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েত পর্যন্ত প্রসারিত ছিল।
মেসোপটেমিয়ার মানুষ ধর্মীয়ভাবে ছিল বহুঈশ্বরবাদে বিশ্বাসী। তারা একাধিক দেবদেবীর পূজা করত এবং প্রতিটি দেবতার ছিলো নিজস্ব দায়িত্ব ও ক্ষমতা। এই সভ্যতা শুধু প্রাচীনত্বেই নয়, মানবজাতির সাংস্কৃতিক, ধর্মীয় ও প্রশাসনিক বিকাশেও এক যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র: Britannica
0
Updated: 3 months ago