A
জেনারেল সুহার্তো
B
মেঘবতী সুকর্নপুত্রী
C
আবদুর রহমান ওয়াহিদ
D
জেনারেল বিয়ান্তো
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
[বি.দ্র: অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম প্রবোও সুবিয়ানতো।
ইন্দোনেশিয়ার নির্বাচন:
- ইন্দোনেশিয়ায় নির্বাচন আয়োজন এক মহাযজ্ঞ।
- এখানকার নির্বাচন বিশ্বের সবচেয়ে জটিল একদিনের নির্বাচনগুলোর একটি।
- ইন্দোনেশিয়ার এই নির্বাচনকে বলা হয় এক দিনে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন।
- এ নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও নির্বাচিত হবেন।
উল্লেখ্য,
- বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবোও সুবিয়ানতো।
এছাড়াও,
ইন্দোনেশিয়া:
- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: নুসানতারা (নতুন)।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন-ড. আহম্মদ সকৰ্ণ।
- মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
উৎস: i) ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ii) Britannica.

0
Updated: 2 weeks ago