বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
A
IBRD
B
MIGA
C
ICSID
D
IFC
উত্তরের বিবরণ
IFC (International Finance Corporation):
-
IFC হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
-
মূল কাজ: উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়ন।
-
প্রতিষ্ঠার তারিখ: ২০ জুলাই, ১৯৫৬।
-
সদস্য সংখ্যা: ১৮৬টি।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৫টি দেশ।
-
বাংলাদেশ IFC-এর সদস্যপদ লাভ করে: ১৮ জুন, ১৯৭৬।
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
Created: 2 months ago
A
IFC
B
IBRD
C
MIGA
D
ICSID
বিশ্বব্যাংক এবং এর সম্পর্কিত সংস্থা IFC সংক্রান্ত তথ্য
বিশ্বব্যাংক গ্রুপ:
বিশ্বব্যাংক মূলত পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা করে। এই প্রতিষ্ঠানগুলো হলো:
-
International Bank for Reconstruction and Development (IBRD) – সাধারণত “বিশ্বব্যাংক” নামে পরিচিত।
-
International Finance Corporation (IFC) – বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে।
-
Multilateral Investment Guarantee Agency (MIGA) – বিদেশী বিনিয়োগকে গ্যারান্টি দেয়।
-
International Center for Settlement of Investment Disputes (ICSID) – বিনিয়োগ সংক্রান্ত বিরোধ সমাধান করে।
-
International Development Association (IDA) – সবচেয়ে দরিদ্র দেশগুলিতে আর্থিক সহায়তা প্রদান করে।
IBRD সংক্ষিপ্ত ইতিহাস:
-
IBRD-এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development।
-
১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে IBRD প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আনুষ্ঠানিকভাবে এটি ১৯৪৬ সালের জুনে কার্যক্রম শুরু করে।
-
IMF ও IBRD দুইটি প্রতিষ্ঠানকে একত্রে ব্রেটন উডস যমজ বলা হয়।
IFC সংক্ষিপ্ত তথ্য:
-
IFC-এর পূর্ণরূপ হলো International Finance Corporation।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ২০ জুলাই।
-
IFC-এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি।
-
সদর দফতর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
সংস্থার মূল কাজ হলো স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান।
উৎস: World Bank ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নে বিনিয়োগ করে?
Created: 1 month ago
A
MIGA
B
IFC
C
IDA
D
IBRD
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নকে সহায়তা করে। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করা হয়।
-
প্রতিষ্ঠাকাল: ২০ জুলাই, ১৯৫৬
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৫টি দেশ
-
বর্তমান সদস্য দেশ: ১৮৬টি
-
সর্বশেষ সদস্য দেশ: ব্রুনাই
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম:
-
উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে সহায়তা প্রদান
-
অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা
-
কর্মসংস্থান সৃষ্টি
-
মানুষের জীবনমান উন্নয়ন
-
0
Updated: 1 month ago