সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা ছিল?
A
ইরান
B
ইসরায়েল
C
পাকিস্তান
D
রাশিয়া
উত্তরের বিবরণ
সাভাক (SAVAK):
-
ইরানের একটি গোয়েন্দা সংস্থা।
-
গঠিত হয় ইরানের মোহাম্মদ রেজা শাহ'র শাসনামলে।
-
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বিলুপ্ত হয়ে যায়।
বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: Central Intelligence Agency (CIA), Defense Intelligence Agency (DIA), Federal Bureau of Investigation (FBI)।
-
বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB)।
-
পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA)।
-
রাশিয়া: Federal Security Service (FSB)।
-
যুক্তরাজ্য: Secret Intelligence Service (SIS/MI6)।
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman।

0
Updated: 14 hours ago
MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 week ago
A
জার্মানি
B
ফ্রান্স
C
যুক্তরাজ্য
D
অস্ট্রেলিয়া
MI6 (Secret Intelligence Service)
• পূর্ণরূপ: Secret Intelligence Service
• প্রতিষ্ঠা: ১৯০৯
• দেশ: যুক্তরাজ্য
• ধরন: বৈদেশিক গোয়েন্দা সংস্থা
• বৈশিষ্ট্য: সংস্থার ছয়টি সেকশনকে কেন্দ্র করে MI6 নাম পরিচিতি লাভ করেছে
সূত্র: ব্রিটানিকা ও কালের কণ্ঠ

0
Updated: 1 week ago
ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 week ago
A
ভারত
B
আফগানিস্তান
C
পাকিস্তান
D
সিরিয়া
ISI (Inter-Services Intelligence)
-
পূর্ণরূপ: Inter-Services Intelligence
-
দেশ: পাকিস্তান
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
প্রকার: প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা
-
মূল কাজ: পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করা
-
ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা:
-
আফগান যুদ্ধে মুজাহিদিনদের সহায়তা (মার্কিন সহযোগিতায়)
-
কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের রাজনীতি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয়
-
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 week ago
মোসাদ (Mossad) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 week ago
A
ইরান
B
ইসরায়েল
C
মিশর
D
সিরিয়া
মোসাদ (Mossad)
• সম্পূর্ণ নাম: মোসাদ, ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা
• প্রতিষ্ঠা: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
• প্রতিষ্ঠাতা: ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন
• সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
• কার্যক্রম: গোপন অভিযান, গোয়েন্দা সংগ্রহ ও নিরাপত্তা বিষয়ক অপারেশন
• বিশেষত্ব: বিশ্বের অন্যতম দক্ষ এবং গোপনীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত
সূত্র: Center for Israel Education ও Britannica

0
Updated: 1 week ago