ntonym of "Zephyr":
A
Breeze
B
Wind
C
Storm
D
Calm
উত্তরের বিবরণ
Zephyr means gentle breeze; storm is violent wind.
Zephyr
-
Bangla Meaning: পশ্চিমা বাতাস; (কাব্যে) কোমল সুবাতাস; মৃদুমন্দ বায়ু।
-
English Meaning: a breeze from the west.
C) Storm
-
Bangla Meaning: ঝড়; ঝঞ্ঝা; ঝটিকা; তীব্র ঝোড়ো আবহাওয়া।
-
English Meaning: a heavy fall of rain, snow, or hail.
Other options:
A) Breeze
-
Bangla Meaning: মৃদুমন্দ বায়ু।
-
English Meaning: a light gentle wind.
B) Wind
-
Bangla Meaning: বাতাস; হাওয়া।
-
English Meaning: a natural movement of air of any velocity.
D) Calm
-
Bangla Meaning: (আবহাওয়া) শান্ত; নির্বাত; (সাগর) স্থির; শান্ত; নিস্তরঙ্গ।
-
English Meaning: a state of tranquility.

0
Updated: 14 hours ago
The antonym of the word "Jumbled" is -
Created: 1 day ago
A
Scrambled
B
Disorderly
C
Neat
D
Garrulous
Jumbled (Verb & Noun)
-
English Meaning: An untidy and confused mixture of things, feelings, or ideas
-
Bangla Meaning: তালগোল পাকানো; মিশ্রিত করা বা হওয়া
-
Synonyms:
-
Scrambled: এলোমেলোভাবে গুছানো বা হামাগুড়ি দিয়ে আরোহণ করা
-
Disorderly: উচ্ছৃঙ্খল; অরাজক; বিশৃঙ্খল
-
Variegated: বিভিন্ন রঙের এলোমেলো ছোপযুক্ত; চিত্রবিচিত্র
-
-
Antonyms:
-
Arranged: সাজানো; গোছানো
-
Neat: পরিপাটি; পরিচ্ছন্ন; ফিটফাট
-
Organized: সুবিন্যস্ত
-
-
Example Sentences:
-
His papers were all jumbled on the desk.
-
Her thoughts were so jumbled that she couldn't speak clearly.
-
-
Other Option:
-
Garrulous: বাচাল
-

0
Updated: 1 day ago
The antonym for 'Inimical'-
Created: 3 months ago
A
Hostile
B
Friendly
C
Indifferent
D
Angry
Inimical (Adjective)
বাংলা অর্থ: বৈরী, প্রতিকূল, অননুকূল, অহিতকর, অপরকারী, ক্ষতিকর।
এই শব্দটি এমন কিছু বোঝায় যা কারো বা কিছুর প্রতি বিরূপ, শত্রুতাপূর্ণ বা ক্ষতিকর প্রভাব ফেলে।
প্রশ্নে প্রদত্ত বিকল্প শব্দসমূহ ও তাদের অর্থ:
-
Hostile (Adjective)
-
অর্থ: শত্রুপক্ষীয়, বৈরী।
-
সাদৃশ্যপূর্ণ: এটি Inimical এর প্রায় সমার্থক শব্দ।
-
-
Friendly (Adjective)
-
অর্থ: বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন, সহৃদয়।
-
বিপরীতার্থক: এটি Inimical এর একমাত্র বিপরীত অর্থবিশিষ্ট শব্দ।
-
-
Indifferent (Adjective)
-
অর্থ: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন।
-
অপ্রাসঙ্গিক: এটি neither বৈরী nor বন্ধুত্বপূর্ণ, বরং নিরপেক্ষতার প্রকাশ।
-
-
Angry (Adjective)
-
অর্থ: ক্রুদ্ধ, রুষ্ট।
-
সম্পর্কহীন: এটি ব্যক্তির আবেগ প্রকাশ করে, কিন্তু ‘inimical’ এর মতো শত্রুতাপূর্ণ বা ক্ষতিকর আচরণ নির্দেশ করে না।
-
নিরূপণ:
উপরোক্ত বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায়, শুধুমাত্র Friendly শব্দটি "Inimical" এর বিপরীতার্থক অর্থ বহন করে।
অন্য শব্দগুলো হয় সমার্থক, নয়তো প্রসঙ্গের বাইরে।
সঠিক উত্তর:
(খ) Friendly
উৎস: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago
Which word is an antonym of "Enthrall"?
Created: 1 month ago
A
Bore
B
Charm
C
Scorn
D
Defiant
Correct Answer: Bore
Enthrall (verb transitive)
English Meaning:
If something enthralls you, it is so interesting, beautiful, etc., that it captures all your attention.
Bangla Meaning:
(১) বিমুগ্ধ করা।
(২) ক্রীতদাসে পরিণত করা (রূপক অর্থে)।
Synonyms: Captivate (মোহাবিষ্ট করা), Fascinate (চিত্তাকর্ষক), Attract (আকর্ষণ করা), Charm (মোহনীয় করা), Enchant (জাদুকরী করা)।
Antonyms: Bore (বিষণ্ন করা), Disturb (হতাশ করা), Tire (ক্লান্তিকর), Upset (বিরক্ত), Exhaust (শ্রান্তিকর)।
Other Forms:
-
Enthrallment (noun)
-
Enthralling (adjective)
-
Enthrallingly (adverb)
Other Options:
-
Scorn → অবজ্ঞা করা; ঘৃণা করা।
-
Defiant → বিরূপ; বেপরোয়া; বিরুদ্ধাচরণকারী।
Example Sentences:
-
The story never fails to enthrall.
Bangla Meaning: গল্পটি কখনও বিমুগ্ধ করা থেকে ব্যর্থ হয় না। -
It was an enthralling story that kept me awake all night.
Bangla Meaning: এটি ছিল এমন একটি মোহনীয় গল্প যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago