Change the following Active Voice:
Who wrote this book?
A
Was this book written by whom?
B
By whom this book was written?
C
This book was written by whom?
D
By whom was this book written?
উত্তরের বিবরণ
Who যুক্ত Interrogative Sentence-এর Active voice কে Passive voice করার নিয়ম:
-
“Who” এর পরিবর্তে প্রথমে By whom বসে।
-
Tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
-
Auxiliary Verb দুইটি হলে প্রথমটি subject-এর আগে এবং দ্বিতীয়টি subject-এর পরে বসে।
-
Active voice-এর object টি Passive voice-এর subject হিসেবে বসে।
-
মূল verb-এর past participle + verb-এর সাথে সংযুক্ত preposition + (?) বসে।
More examples:
-
Active: Who is calling me?
-
Passive: By whom am I being called?
Correct Answer: D) By whom was this book written?
0
Updated: 1 month ago
A lion may be helped even by a little mouse.
Created: 3 months ago
A
A little mouse may even help a lion.
B
Even a little mouse may help a lion.
C
A little mouse can even help a lion.
D
Even a little mouse ought to help a lion.
Passive Voice থেকে Active Voice করার নিয়ম
-
Passive এর Object → Active এর Subject হয়।
(যাকে নিয়ে কাজ হচ্ছে, সে হয়ে যায় Active এর কর্তা।) -
Tense অনুযায়ী Auxiliary Verb ঠিক রাখতে হয়।
(যেমন: is, was, will, may ইত্যাদি আগের মতোই থাকবে।) -
Passive-এর Verb এর যেই form থাকে, Active-এও সেই অনুযায়ী মূল verb বসবে।
(যেমন: helped → help) -
Passive-এর Subject → Active এর Object হয়ে যায় এবং verb-এর পরে বসে।
(যেমন: A lion → a lion) -
‘By’, ‘with’, ‘to’, ইত্যাদি Preposition তুলে দেওয়া হয়।
(যেমন: by a little mouse → শুধু a little mouse) -
অতিরিক্ত 'be' verb থাকলে সেটা বাদ যাবে।
(যেমন: may be helped → may help)
উদাহরণ:
-
Passive Voice: A lion may be helped even by a little mouse.
-
Active Voice: Even a little mouse may help a lion.
বিশেষ টিপস:
যেহেতু “even” কথাটি “a little mouse”-কে জোর দিতে ব্যবহার হয়েছে, তাই “even” থাকবে “a little mouse”-এর আগে।
0
Updated: 3 months ago
Find out the active form of the sentence: "By whom can our country be saved?"
Created: 1 month ago
A
Who can save our country?
B
Our country has been saved by who?
C
Who save our country?
D
Who will save our country?
Passive voice-এ By whom ব্যবহৃত হলে তাকে active voice-এ রূপান্তর করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ধাপে ধাপে নিয়মগুলো হলো—
-
Subject হিসেবে Who বসবে।
-
যদি modal auxiliary থাকে, তবে তা who এর পরে বসবে। এখানে can ব্যবহৃত হয়েছে।
-
be বাদ যাবে।
-
বাদ যাওয়া be verb যে form-এ ছিল, মূল verb সেই form-এ বসবে। এখানে be verb base form-এ ছিল, তাই মূল verb-ও base form (save) আকারে বসবে।
-
Passive voice-এর subject object হয়ে যাবে। এখানে সেটা Our country।
এই নিয়মগুলো অনুসারে সঠিক উত্তর হবে Who can save our country?
0
Updated: 1 month ago
His pen has been stolen. (active)
Created: 1 month ago
A
His pen was stolen by him.
B
Someone has stolen his pen.
C
He has stolen his pen.
D
They have stolen his pen by someone.
সঠিক উত্তর: খ) Someone has stolen his pen.
ব্যাখ্যা:
-
এটি একটি active voice বাক্য।
-
এখানে:
-
Someone → কর্তা (subject)
-
has stolen → ক্রিয়া (active form)
-
his pen → object
-
-
এটি মূল বাক্যের অর্থ পূর্ণভাবে বজায় রাখে।
Passive voice থেকে Active voice-এ রূপান্তরের নিয়ম:
-
যদি passive voice-এ object উহ্য থাকে, তাহলে passive বাক্যের অর্থ অনুযায়ী যথোপযুক্ত subject বসাতে হবে।
উদাহরণ:
-
Passive: His pen has been stolen.
Active: Someone has stolen his pen. -
Passive: He was murdered at day light.
Active: Someone murdered him at day light. -
Passive: English is spoken all over the world.
Active: People speak English all over the world. -
Passive: I had been invited to the party.
Active: My friend invited me to the party. -
Passive: The ship was burnt.
Active: Fire burnt the ship.
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
ক) His pen was stolen by him → এখনও passive voice; "by him" অর্থগতভাবে ভুল (নিজের কলম নিজে চুরি করেছে বোঝায়)।
-
গ) He has stolen his pen → active voice ঠিক আছে, কিন্তু অর্থগতভাবে ভুল।
-
ঘ) They have stolen his pen by someone → ব্যাকরণগতভাবে ভুল; "by someone" passive voice-এ ব্যবহৃত হয় এবং "they" এর সঙ্গে ব্যবহার অর্থহীন।
0
Updated: 1 month ago