A
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
B
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
C
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
D
দুর্বলবশত অনাথা বসে পড়ল
উত্তরের বিবরণ
• শুদ্ধ বাক্য: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।
• 'অনাথা' শব্দটি 'অনাথ' শব্দের স্ত্রীলিঙ্গ।
অন্যদিকে,
• বর্তমান বাংলা ভাষা রীতি অনুসারে শব্দের শেষে 'ঃ' বসে না। সুতরাং দুর্বলতাবশতঃ বানানটি অশুদ্ধ।
• অন্যান্য বাক্যগুলোতে 'দুর্বলবশত' এবং 'অনাথিনী' শব্দের অপপ্রয়োগ ঘটেছে।
• কিছু গুরুত্বপূর্ণ বাক্যশুদ্ধি:
অশুদ্ধ বাক্য: ইহার আবশ্যক নেই।
শুদ্ধ বাক্য: ইহার আবশ্যকতা নেই।
অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
অশুদ্ধ বাক্য: বিধি লঙ্ঘন হয়েছে।
শুদ্ধ বাক্য: বিধি লঙ্ঘিত হয়েছে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago