'Singeing the King of Spain's Beard' নামে পরিচিত কে ছিলেন?
A
ক্রিস্টোফার কলম্বাস
B
ফ্রান্সিস ড্রেক
C
আলবুকার্ক
D
ভাস্কো-ডা-গামা
উত্তরের বিবরণ
ফ্রান্সিস ড্রেক ও অন্যান্য নাবিক:
-
ফ্রান্সিস ড্রেক:
-
ইংরেজ নৌ-অভিযাত্রী ছিলেন।
-
১৫৮৭ সালে ক্যাডিজের যুদ্ধে স্প্যানিশ নৌবহরের উপর আক্রমণ চালান।
-
এই অভিযানকে ‘Singeing the King of Spain's Beard’ হিসেবে পরিচিতি লাভ করে।
-
১৫৯৬ সালের জানুয়ারিতে আমাশয়ে মৃত্যু বরণ করেন।
-
-
ক্রিস্টোফার কলম্বাস:
-
১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার করেন।
-
-
ভাস্কো ডা গামা:
-
পর্তুগিজ নাবিক, প্রথম ইউরোপীয় হিসেবে ১৪৯৮ সালে ভারতের জলে আসার পথ আবিষ্কার করেন।
-
-
আলবুকার্ক:
-
উপমহাদেশে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা।
-

0
Updated: 14 hours ago