সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুসারে, অনলাইনে জুয়া খেলা অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি -
A
১ বছরের কারাদন্ড
B
২ বছরের কারাদন্ড
C
৩ বছরের কারাদন্ড
D
৫ বছরের কারাদন্ড
উত্তরের বিবরণ
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫
-
গেজেট প্রকাশ: ২১ মে ২০২৫।
-
উদ্দেশ্য: সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচার, এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন।
-
সাইবার সুরক্ষা বিষয়ক অধ্যাদেশ মোট ৯টি অধ্যায়ে বিস্তারিত বিবরণ প্রদান করেছে।
অপরাধ ও শাস্তি (ষষ্ঠ অধ্যায় অনুযায়ী):
-
অনলাইন জুয়া:
-
কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি, পরিচালনা বা এতে অংশগ্রহণ করলে, সহায়তা বা উৎসাহ দিলে, বা বিজ্ঞাপনে অংশ নিলে তা অপরাধ গণ্য হবে।
-
সর্বোচ্চ শাস্তি: ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।
-
-
সাইবার জালিয়াতি:
-
অনধিক ২ বছরের কারাদণ্ড এবং অনধিক ২০ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।
-
-
সাইবার প্রতারণা:
-
অনধিক ৫ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
-
-
অধ্যাদেশটি সাইবার স্পেসের নিরাপত্তা এবং ডিজিটাল অপরাধ দমন নিশ্চিত করার জন্য প্রণীত।

0
Updated: 15 hours ago