দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি?
A
চা
B
চামড়াজাত পণ্য
C
পাটজাত পণ্য
D
চিংড়ি
উত্তরের বিবরণ
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
অবস্থান: তৈরি পোশাকের পর বাংলাদেশে দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত।
-
রপ্তানি মূল্য (২০২৪-২৫): ৩৪ কোটি মার্কিন ডলার (রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবি)।
প্রধান বাজার:
-
যুক্তরাষ্ট্র: ৯ কোটি ডলার
-
ভারত: ৭ কোটি ১৯ লাখ ডলার
-
জাপান: ৫ কোটি ৬৩ লাখ ডলার
-
বেলজিয়াম: ২ কোটি ৮২ লাখ ডলার
উল্লেখযোগ্য তথ্য:
-
চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য ২০১৭ সালে ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে সাভারের হেমায়েতপুরে।
0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর গণনায় কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে?
Created: 1 month ago
A
স্ট্যান্ডার্ড ডি-ফ্যাক্টো
B
মোডিফাইড ডি-ফ্যাক্টো
C
ডি-জুরে-ফ্যাক্টো
D
ডি-ফ্যাক্টো-সার্ভে
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
0
Updated: 1 month ago
মারি চুক্তি কত সালে সম্পাদিত হয়?
Created: 1 month ago
A
১৯৫৩ সালে
B
১৯৫৪ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৫৬ সালে
মারি চুক্তি (১৯৫৫)
-
প্রেক্ষাপট:
-
স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান রচনায় ব্যর্থ হলে দ্বিতীয় গণপরিষদ ১৯৫৫ সালের ৭ জুলাই মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।
-
এই অধিবেশনে পাকিস্তানের সব প্রদেশের নেতৃবৃন্দ, বিশেষ করে মুসলিম লীগ, আওয়ামী লীগ ও যুক্তফ্রন্ট, সংবিধান সংক্রান্ত আপোস চুক্তি সম্পাদন করেন।
-
-
চুক্তির খসড়া:
-
চুক্তি ‘মারি চুক্তি’ নামে পরিচিত।
-
এতে ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় অঞ্চলের সংসদ সদস্য একমত হন।
-
স্বাক্ষরকারীরা ছিলেন: এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান, মোস্তাক হোসেন গুরমানী।
-
-
চুক্তির পরবর্তী ঘটনা:
-
১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
-
তাঁর মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এ. কে. ফজলুল হক।
-
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
-
-
প্রভাব:
-
১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর পশ্চিম পাকিস্তানের সব প্রদেশ একত্রিত হয়ে একটি প্রদেশ গঠন করা হয়।
-
১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের’ বিল উত্থাপন করা হয়।
-
২ মার্চ গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) সংগ্রামের নোটবুক
iii) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
0
Updated: 1 month ago
ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমামৃণাল হকলা-এর স্থপতি কে?
Created: 1 month ago
A
মৃণাল হক
B
হামিদুজ্জামান খান
C
সৈয়দ মাঈনুল হোসেন
D
শ্যামল চৌধুরী
ভাস্কর্য: জননী ও গর্বিত বর্ণমালা
-
অবস্থান: ঢাকার পরিবাগে।
-
স্থপতি: শিল্পী মৃণাল হক।
-
বৈশিষ্ট্য:
-
ভাস্কর্যে একজন মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
-
মায়ের সামনে সবুজ বৃত্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাংলা বর্ণসমূহ।
-
পেছনের লাল বৃত্তে দেখা যায় ‘২১’ এবং ‘ব’ ও ‘ক’।
-
0
Updated: 1 month ago