বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় কত? [সেপ্টেম্বর, ২০২৫]
A
২৮২০ মার্কিন ডলার
B
২৮৪০ মার্কিন ডলার
C
২৭২০ মার্কিন ডলার
D
২৭৪০ মার্কিন ডলার
উত্তরের বিবরণ
মাথাপিছু আয় ও সাময়িক জিডিপি তথ্য (বাংলাদেশ, ২০২৪-২৫ অর্থবছর)
-
মাথাপিছু আয়: দেশের অভ্যন্তরের আয়সহ প্রবাসী আয় অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয়কে দেশের জনসংখ্যায় ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।
-
বর্তমান মাথাপিছু আয়: ৩৩৯,২১১ টাকা (২,৮২০ মার্কিন ডলার)।
-
মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
খাতভিত্তিক প্রাক্কলিত প্রবৃদ্ধি (২০২৪-২৫):
-
কৃষি খাত: ১.৭৯%
-
শিল্প খাত: ৪.৩৪%
-
সেবা খাত: ৪.৫১%
জিডিপি সম্পর্কিত অনুপাত:
-
বিনিয়োগ: ২৯.৩৮%
-
দেশজ সঞ্চয়: ২৩.২৫%
-
জাতীয় সঞ্চয়: ২৯.০১%
পূর্ববর্তী অর্থবছরের তুলনা (২০২৩-২৪):
-
মাথাপিছু আয়: ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ মার্কিন ডলার)
-
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি সাময়িক হিসাব।
0
Updated: 1 month ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, মাথাপিছু আয় -
Created: 1 month ago
A
২,৬৮৫ মার্কিন ডলার
B
২,৭৩৬ মার্কিন ডলার
C
২,৮২০ মার্কিন ডলার
D
২,৯১৪ মার্কিন ডলার
জাতীয় বাজেট ২০২৫-২৬:
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বিবিএস-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় কত? [অক্টোবর, ২০২৫]
Created: 1 month ago
A
২৮১৪ মার্কিন ডলার
B
২৮২০ মার্কিন ডলার
C
২৮৪৪ মার্কিন ডলার
D
২৮৮০ মার্কিন ডলার
মাথাপিছু আয় বলতে একটি দেশের মোট জাতীয় আয়কে জনগণের সংখ্যায় ভাগ করে যে গড় আয় নির্ধারিত হয়, সেটাকেই বোঝায়। জাতীয় আয়ের মধ্যে দেশের অভ্যন্তরীণ আয় ছাড়াও remittance বা প্রবাসী আয় অন্তর্ভুক্ত থাকে। এই হিসাবের মাধ্যমে একটি দেশের নাগরিকের গড় অর্থনৈতিক অবস্থার ধারণা পাওয়া যায়।
মূল তথ্যসমূহ:
-
একটি দেশের মোট জাতীয় আয় (Gross National Income) কে জনগণের সংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় (Per Capita Income) নির্ধারিত হয়।
-
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২,৮২০ মার্কিন ডলার, যা সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বৃদ্ধি পেয়েছে।
-
মাথাপিছু জিডিপি (Per Capita GDP) বর্তমানে ২,৬৭১ মার্কিন ডলার।
-
২০২৫ সালের ২৭ মে তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি’র সাময়িক হিসাব প্রকাশ করা হয়।
BBS-এর পূর্ববর্তী তথ্য অনুযায়ী:
-
২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
-
২০২২-২৩ অর্থবছরে আয় কিছুটা কমে ২,৭৪৯ ডলার হয়।
-
২০২৩-২৪ অর্থবছরে আবারও সামান্য কমে দাঁড়ায় ২,৭৩৮ ডলার।
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
Created: 1 month ago
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard
0
Updated: 1 month ago