প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোনটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল?
A
পুণ্ড্র
B
বঙ্গ
C
গৌড়
D
হরিকেল
উত্তরের বিবরণ
পুণ্ড্র জনপদ
-
পুণ্ড্র পূর্বাঞ্চলের প্রাচীনতম জনপদগুলোর মধ্যে একটি।
-
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে মহাস্থান ব্রাহ্মী লিপিতে উল্লেখিত পুদনগল (পুণ্ড্র নগর) এবং বর্তমান বগুড়া অঞ্চল অভিন্ন বলে প্রমাণিত।
-
প্রাচীন এই জনপদ ইতিহাসের বিভিন্ন সময়ে ভিন্ন নামে পরিচিতি পেয়েছিল। দশম শতক থেকে কেন্দ্র বা হৃদয়স্থানকে বলা হতো বরেন্দ্র বা বরেন্দ্রী। মধ্যযুগের মুসলিম ঐতিহাসিকরা বরেন্দ্রকে বরীন্দ্র নামে উল্লেখ করেছেন।
-
অবস্থান: বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার ভূমিকে কেন্দ্র করে পুণ্ড্র জনপদ গড়ে উঠেছিল।
-
রাজধানী: প্রাচীন পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর, বর্তমান মহাস্থানগড়, যা বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে অবস্থিত।
-
প্রাচীন পুণ্ড্র রাজ্য সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২) স্বাধীনতা হারায়।
-
গুপ্ত যুগে (৪র্থ-৬ষ্ঠ শতক) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
-
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্র জনপদ ছিল বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল।

0
Updated: 15 hours ago
বাংলার প্রাচীন জনপদ কোনটি?
Created: 1 week ago
A
পুণ্ড্র
B
তাম্রলিপ্ত
C
গৌড়
D
হরিকেল
পুণ্ড্র জনপদ প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে বিবেচিত হয়। এটি মূলত পুণ্ড্র জনগোষ্ঠী দ্বারা প্রতিষ্ঠিত ছিল এবং তারা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল।
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্র রাজ্যকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধশালী রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়। তাদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর।
-
পুণ্ড্র জনপদ প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
-
জনপদটি মূলত পুণ্ড্র জনগোষ্ঠী দ্বারা গঠিত।
-
পুণ্ড্ররা বঙ্গসহ অন্যান্য প্রাচীন জাতিগোষ্ঠীর নিকটজন ছিলেন।
-
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে এটি সমৃদ্ধ ও প্রাচীনতম রাজ্য।
-
রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর।
-
প্রাচীন বাংলার অন্যান্য জনপদগুলোর মধ্যে উল্লেখযোগ্য: বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড়।

0
Updated: 1 week ago
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
Created: 1 week ago
A
পুন্ড্র
B
তাম্রলিপ্ত
C
গৌড়
D
হরিকেল
বাংলার প্রাচীন জনপদ: পুন্ড্র
-
বাংলার প্রাচীনতম জনপদের নাম ছিল পুন্ড্র।
-
‘পুন্ড্র’ নামে পরিচিত একটি জাতি এই জনপদ গড়ে তোলে। তারা বঙ্গসহ আশেপাশের অন্যান্য জাতিগোষ্ঠীর ঘনিষ্ঠ ছিল।
-
এই জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর। বর্তমানে বগুড়া শহরের কাছে করতোয়া নদীর তীরে এর অবস্থান ছিল। পরবর্তী সময়ে এটি মহাস্থানগড় নামে পরিচিত হয়।
-
ঐতিহাসিকদের মতে, মৌর্য সম্রাট অশোকের শাসনামলে (খ্রিস্টপূর্ব ২৭৩–২৩২ অব্দ) পুন্ড্র রাজ্য স্বাধীনতা হারায়।
-
এ জনপদের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চল পর্যন্ত ছিল।
বাংলার অন্যান্য প্রাচীন জনপদ
পুন্ড্র ছাড়াও বাংলায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল, যেমন—
-
বঙ্গ
-
বরেন্দ্র
-
সমতট
-
হরিকেল
-
রাঢ়
-
চন্দ্রদ্বীপ
-
তাম্রলিপ্ত
-
গঙ্গারিডাই
-
গৌড় প্রভৃতি
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম–দশম শ্রেণি)

0
Updated: 1 week ago
প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা-
Created: 1 month ago
A
রাজশাহী
B
দিনাজপুর
C
খুলনা
D
চট্টগ্রাম
হরিকেল
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago