প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোনটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল?
A
পুণ্ড্র
B
বঙ্গ
C
গৌড়
D
হরিকেল
উত্তরের বিবরণ
পুণ্ড্র জনপদ
-
পুণ্ড্র পূর্বাঞ্চলের প্রাচীনতম জনপদগুলোর মধ্যে একটি।
-
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে মহাস্থান ব্রাহ্মী লিপিতে উল্লেখিত পুদনগল (পুণ্ড্র নগর) এবং বর্তমান বগুড়া অঞ্চল অভিন্ন বলে প্রমাণিত।
-
প্রাচীন এই জনপদ ইতিহাসের বিভিন্ন সময়ে ভিন্ন নামে পরিচিতি পেয়েছিল। দশম শতক থেকে কেন্দ্র বা হৃদয়স্থানকে বলা হতো বরেন্দ্র বা বরেন্দ্রী। মধ্যযুগের মুসলিম ঐতিহাসিকরা বরেন্দ্রকে বরীন্দ্র নামে উল্লেখ করেছেন।
-
অবস্থান: বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার ভূমিকে কেন্দ্র করে পুণ্ড্র জনপদ গড়ে উঠেছিল।
-
রাজধানী: প্রাচীন পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর, বর্তমান মহাস্থানগড়, যা বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে অবস্থিত।
-
প্রাচীন পুণ্ড্র রাজ্য সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২) স্বাধীনতা হারায়।
-
গুপ্ত যুগে (৪র্থ-৬ষ্ঠ শতক) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
-
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্র জনপদ ছিল বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল।
0
Updated: 1 month ago
বাংলাদেশ ভূখণ্ডের বাইরে নিম্নের কোন জনপদের অবস্থান ছিল?
Created: 1 month ago
A
হরিকেল
B
রাঢ়
C
বরেন্দ্র
D
সমতট
0
Updated: 1 month ago
বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Created: 1 month ago
A
সমতট
B
পুণ্ড্রু
C
বঙ্গ
D
হরিকেল
প্রাচীন বাংলা বিভিন্ন অঞ্চল বা জনপদে বিভক্ত ছিল। এর মধ্যে কয়েকটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেগুলো ইতিহাসে সুস্পষ্টভাবে চিহ্নিত হয়ে আছে। প্রতিটি জনপদ ভৌগোলিক অবস্থান ও জনগোষ্ঠীর নাম অনুসারে পরিচিতি লাভ করেছিল।
-
বঙ্গ জনপদ ছিল অন্যতম। এটি গঠিত হয়েছিল বৃহত্তর ফরিদপুর, ঢাকা জেলা, ময়মনসিংহের পূর্বাঞ্চল, বিক্রমপুর, বাখেরগঞ্জ এবং পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে।
-
ধারণা করা হয়, এই অঞ্চলে বসবাসকারী বঙ্গ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি হয়েছে।
-
খ্রিষ্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে ‘বঙ্গ’ নামে দেশের উল্লেখ পাওয়া যায়।
-
সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যক গ্রন্থে।
-
হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল।
-
সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।
-
রাঢ় জনপদ বর্তমান পশ্চিমবঙ্গে অবস্থিত ছিল।
-
বরেন্দ্র জনপদ গড়ে উঠেছিল রংপুর ও রাজশাহী অঞ্চলে।
0
Updated: 1 month ago
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
Created: 2 months ago
A
পুণ্ড্র
B
তাম্রলিপ্ত
C
গৌড়
D
হরিকেল
বাংলার সর্বপ্রাচীন জনপদ: পুন্ড্র
🔹 প্রাচীন বাংলায় সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ জনপদগুলোর মধ্যে অন্যতম ছিল পুন্ড্র।
🔹 এ জনপদ গঠন করেছিল ‘পুন্ড্র’ জাতি বা জনগোষ্ঠী। এরা বঙ্গসহ আশেপাশের অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
🔹 পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর, যা আজকের মহাস্থানগড় নামে পরিচিত। এটি করতোয়া নদীর তীরে, বর্তমান বগুড়া শহরের কাছাকাছি অবস্থিত।
🔹 ইতিহাস অনুযায়ী, মৌর্য সম্রাট অশোকের শাসনামলে (খ্রিস্টপূর্ব ২৭৩–২৩২ অব্দ) পুন্ড্র স্বাধীন সত্তা হারায়।
🔹 এ জনপদের বিস্তার ছিল আজকের বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত।
👉 এ কারণে পুন্ড্রকে বাংলার প্রথম ও প্রাচীনতম জনপদ হিসেবে ধরা হয়।
প্রাচীন বাংলার আরও জনপদসমূহ
-
বঙ্গ
-
বরেন্দ্র
-
সমতট
-
হরিকেল
-
রাঢ়
-
চন্দ্রদ্বীপ
-
তাম্রলিপ্ত
-
গঙ্গারিডাই
-
গৌড় প্রভৃতি
উৎস:বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম–দশম শ্রেণি
0
Updated: 2 months ago