গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা’ বিষয়টিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়?
A
অনুচ্ছেদ ১৬
B
অনুচ্ছেদ ১৭
C
অনুচ্ছেদ ১৮
D
অনুচ্ছেদ ১৯
উত্তরের বিবরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান: ১৬ নং অনুচ্ছেদ
-
সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের বিষয়টি উল্লেখ আছে।
-
এখানে বলা হয়েছে, "নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন, কৃষি বিপ্লব, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশসহ গ্রামাঞ্চলে আমূল রূপান্তরসাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।"
-
অর্থাৎ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার একটি মূলনীতি হিসেবে ঘোষিত।
অন্য অনুচ্ছেদসমূহ:
-
১৭ নং অনুচ্ছেদ: অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
-
১৮ নং অনুচ্ছেদ: জনস্বাস্থ্য ও নৈতিকতা।
-
১৯ নং অনুচ্ছেদ: সুযোগের সমতা।
0
Updated: 1 month ago
'নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ' কোন অনুচ্ছেদের বিষয়?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ - ২১
B
অনুচ্ছেদ - ২২
C
অনুচ্ছেদ - ২৩
D
অনুচ্ছেদ - ২৪
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ২২: ‘নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ’
-
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে।
-
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি'-এর কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 month ago
A
৮১
B
৮৫
C
৮৭
D
৮৮
সংবিধানে বাজেটকে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে উল্লেখ করা হয়েছে এবং এ সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৮৭-তে বর্ণিত। এই অনুচ্ছেদে সরকারের বার্ষিক আয় ও ব্যয়ের বিবরণ সংসদে উপস্থাপনের নিয়ম ও কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
তথ্যগুলো হলো:
-
অনুচ্ছেদ ৮৭ (১): প্রত্যেক অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়ের বিবরণী সংসদে উপস্থাপন করতে হবে। এই বিবরণীকে “বার্ষিক আর্থিক বিবৃতি” বলা হয়।
-
অনুচ্ছেদ ৮৭ (২): এই বিবৃতিতে দুটি বিষয় আলাদাভাবে প্রদর্শিত হবে—
-
(ক) সংবিধান অনুযায়ী সংযুক্ত তহবিলের দায় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ।
-
(খ) সংযুক্ত তহবিল থেকে ব্যয়যোগ্য অন্যান্য প্রস্তাবিত খাত নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ।
-
-
রাজস্ব খাতের ব্যয় অন্যান্য ব্যয় থেকে পৃথকভাবে প্রদর্শন করার নির্দেশনা রয়েছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?
Created: 2 weeks ago
A
১০ নং অনুচ্ছেদ
B
২১(১) অনুচ্ছেদ
C
২৭ অনুচ্ছেদ
D
২৮(২) অনুচ্ছেদ
0
Updated: 2 weeks ago