গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা’ বিষয়টিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়?
A
অনুচ্ছেদ ১৬
B
অনুচ্ছেদ ১৭
C
অনুচ্ছেদ ১৮
D
অনুচ্ছেদ ১৯
উত্তরের বিবরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান: ১৬ নং অনুচ্ছেদ
-
সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের বিষয়টি উল্লেখ আছে।
-
এখানে বলা হয়েছে, "নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন, কৃষি বিপ্লব, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশসহ গ্রামাঞ্চলে আমূল রূপান্তরসাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।"
-
অর্থাৎ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার একটি মূলনীতি হিসেবে ঘোষিত।
অন্য অনুচ্ছেদসমূহ:
-
১৭ নং অনুচ্ছেদ: অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
-
১৮ নং অনুচ্ছেদ: জনস্বাস্থ্য ও নৈতিকতা।
-
১৯ নং অনুচ্ছেদ: সুযোগের সমতা।

0
Updated: 15 hours ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 5 days ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে, যা সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধানের মৌলিক অধিকার: ৩য় ভাগে বিস্তারিতভাবে উল্লেখিত।
-
সংবিধানের ভাগ বা অধ্যায়গুলো:
১. প্রথম ভাগ: প্রজাতন্ত্র
২. দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
৪. চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
৫. পঞ্চম ভাগ: আইনসভা
৬. ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
৭. সপ্তম ভাগ: নির্বাচন
৮. অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
১০. দশম ভাগ: সংবিধান-সংশোধন
১১. একাদশ ভাগ: বিবিধ

0
Updated: 5 days ago
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 4 days ago
A
সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
B
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
C
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
D
রাষ্ট্রপতির অভিসংশন
বাংলাদেশ সংবিধান অনুযায়ী সমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা:
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
৫২ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া।
-
৯৪ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের গঠন।

0
Updated: 4 days ago
রাষ্ট্রপতির অভিশংসন সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 1 month ago
A
৫২নং অনুচ্ছেদ
B
৫৩নং অনুচ্ছেদ
C
৫৪নং অনুচ্ছেদ
D
৫৫নং অনুচ্ছেদ
রাষ্ট্রপতির অভিশংসন
-
সংবিধানের ৫২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে।
-
এজন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করতে হবে।
-
স্পীকারের নিকট নোটিশ প্রদানের দিন থেকে চৌদ্দ দিনের পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না।
-
যদি সংসদ অধিবেশনরত না থাকে, স্পীকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ৫৫ → মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৩ → অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫১ → রাষ্ট্রপতির দায়মুক্তি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago