কোনটি বিভক্তি লোপ প্রাপ্ত তৎপুরুষ সমাস?
A
হাতে কাটা
B
তেলেভাজা
C
গরুরগাড়ি
D
ছেলে ভুলানো
উত্তরের বিবরণ
অলুক তৎপুরুষ সমাস:
অলুক তৎপুরুষ সমাস হলো সেই সমাস যা সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে গঠিত হয়। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
বিভক্তি লোপ প্রাপ্ত তৎপুরুষ সমাসের উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
ছেলেকে ভুলানো → ছেলে-ভুলানো
-
মামার বাড়ি → মামাবাড়ি
-
ধানের খেত → ধানখেত
-
পথের রাজা → রাজপথ
-
গোলায় ভরা → গোলাভরা
-
গাছে পাকা → গাছপাকা
-
অকালে মৃত্যু → অকালমৃত্যু
0
Updated: 1 month ago
ভাষার মূল উপকরণ কী?
Created: 2 months ago
A
ধ্বনি
B
শব্দ
C
বর্ণ
D
বাক্য
ভাষার মূল উপাদান ধ্বনি আর উপকরণ বাক্য।
0
Updated: 2 months ago
নিম্নে কোনটি "কম্পিত ব্যঞ্জন" ধ্বনির উদাহরণ?
Created: 1 month ago
A
ড়
B
র
C
ঢ়
D
হ
কম্পিত ব্যঞ্জন:
কম্পিত ব্যঞ্জন হলো সেই ধ্বনি যা উচ্চারণের সময় জিভ একাধিকবার দ্রুত দন্তমূলকে আঘাত করে এবং বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: র
অপরদিকে:
-
উষ্ম ধ্বনি: হ
-
তাড়িত ব্যঞ্জনধ্বনি: ড়, ঢ়
0
Updated: 1 month ago
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
উত্তমর্ণ
B
খাতক
C
অধমর্ণ
D
ঋতুপর্ণ
'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।
অন্যদিকে,
'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক।
'ঋতুপর্ণ' অর্থ- অযোধ্যার সূর্যবংশীয় নৃপতিবিশেষ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago