কোনটি বাংলা উপসর্গ?
A
নিম
B
অতি
C
পাতি
D
অভি
উত্তরের বিবরণ
উপরের উদাহরণ থেকে বোঝা যায় যে, ‘পাতি’ একটি বাংলা উপসর্গ, যার অর্থ হলো ক্ষুদ্র অর্থে।
উদাহরণ:
-
পাতিহাঁস
-
পাতিশিয়াল
-
পাতিলেবু
-
পাতকুয়ো
-
পাতিকাক
উপসর্গের শ্রেণিবিভাগ:
-
বাংলা ভাষায় ব্যবহৃত সকল উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ নয়। বেশির ভাগ উপসর্গ এসেছে সংস্কৃত থেকে, এছাড়া কিছু উপসর্গ এসেছে বিদেশি ভাষা থেকে।
-
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার:
১. বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
১. বাংলা উপসর্গ:
-
বর্তমানে খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১টি।
-
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, গ্র, রাম, স, সা, সু, হা।
-
শব্দ গঠন উদাহরণ:
-
অ + কাজ = অকাজ
-
অঘা + চন্ডী = অঘাচন্ডী
-
তর + … (যেমন আরও অন্যান্য শব্দ গঠন সম্ভব)
-
0
Updated: 1 month ago
কোনটি চলিত ভাষার শব্দ?
Created: 1 month ago
A
B
বন্য
C
তুলা
D
এসে
সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের রূপান্তর:
-
আসিয়া → এসে
-
মস্তক → মাথা
-
জুতা → জুতো
-
তুলা → তুলো
-
শুষ্ক/শুকনা → শুকনো
-
বন্য → বুনো
-
তাঁহারা/উঁহারা → তাঁরা/ওঁরা
-
তাহাকে/উহাকে → তাকে/ওকে
-
তাহার/তাঁহার → তার/তাঁর
-
পাইয়াছিলেন → পেয়েছিলেন
-
হইলেন → হলেন
0
Updated: 1 week ago
এক কথায় প্রকাশ করুন– 'মুক্তি পেতে ইচ্ছুক'
Created: 1 month ago
A
মুমুক্ষু
B
মূমূক্ষু
C
মুমুক্ষূ
D
মুমুক্ষা
‘মুক্তি পেতে ইচ্ছুক’ কথাটিকে এক শব্দে প্রকাশ করলে হয় মুমুক্ষু। এটি সাধারণত শাস্ত্র ও সংস্কৃত সাহিত্যে ব্যবহৃত হয়।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
-
মুক্তি লাভের ইচ্ছা — মুমুক্ষা
-
পাওয়ার ইচ্ছা — ঈপ্সা
-
ভোজন করার ইচ্ছা — বুভুক্ষা
-
বাস করার ইচ্ছা — বিবৎসা
-
জয় করার ইচ্ছা — জিগীষা
-
জানবার ইচ্ছা — জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
ষান্মাসিক
B
স্নেহাষ্পদ
C
নির্নীমেষ
D
পূর্বাহ্ণ
প্রমিত বাংলা বানানের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেখানে উপসর্গ ও প্রত্যয়ের সংযোগে ধ্বনিগত পরিবর্তন ঘটে। সেই নিয়ম অনুযায়ী ‘অহ্ন’ প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়।
-
তৎসম শব্দে ‘অপর, পরা, পূর্ব, প্রা’ ইত্যাদি উপসর্গের সঙ্গে ‘অহ্ন’ প্রত্যয় যুক্ত হলে, ‘অহ্ন’ শব্দের দন্ত্য ‘ন’ পরিবর্তিত হয়ে মূর্ধন্য ‘ণ’ হয়।
যেমন: অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ। -
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, শুদ্ধ বানান হলো ‘পূর্বাহ্ণ’।
0
Updated: 1 month ago