কোনটি বাংলা উপসর্গ?
A
নিম
B
অতি
C
পাতি
D
অভি
উত্তরের বিবরণ
পাতি একটি বাংলা উপসর্গ।
- অর্থদ্যোতকতা: ক্ষুদ্র অর্থে
- উদাহরণ: পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো, পাতিকাক।
• উপসর্গের শ্রেণিবিভাগ
বাংলা ভাষায় যেসব উপসর্গের ব্যবহার আছে সেসব খাঁটি বাংলা উপসর্গ নয়। বেশির ভাগ উপসর্গ এসেছে সংস্কৃত ভাষা থেকে। এছাড়া বিদেশি ভাষ্য থেকেও কিছু উপসর্গ এসেছে। বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। যথা-
১. বাংলা উপসর্গ ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ ও ৩. বিদেশি উপসর্গ
১। বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা বর্তমানে ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, গ্র, রাম, স. সা, সু, হা।
- শব্দ গঠন: অ + কাজ = অকাজ, অঘা+চন্ডী = অঘাচন্ডী, তর+
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 16 hours ago
'Concealment' এর বাংলা পরিভাষা -
Created: 3 weeks ago
A
সমযোগে
B
সম্মেলন
C
গোপন
D
আস্থাবান
কিছু ইংরেজি প্রশাসনিক পরিভাষা ও তাদের বাংলা অর্থ
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা |
---|---|
Concealment | গোপন |
Concurrently | সমযোগে |
Conference | সম্মেলন |
Confident | আস্থাবান |
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি

0
Updated: 3 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
শূণ্য
B
চূর্ণ
C
রুপক
D
গূণ্য
✦ শব্দ এবং তাদের অর্থ ও শ্রেণী
-
চূর্ণ (বিশেষণ)
-
অর্থ:
-
কণায় পরিণত পদার্থ, গুঁড়ো
-
চুন
-
সুগন্ধি গুঁড়ো
-
আবির
-
-
বিশেষণ পদ: গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।
-
উৎস: সংস্কৃত শব্দ
-
-
শূন্য (বিশেষণ)
-
অর্থ: পরিমাণ বা আয়তনের অভাব
-
-
রূপক (বিশেষ্য)
-
অর্থ:
-
যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়
-
যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়
-
-
-
গুণ্য (বিশেষণ)
-
অর্থ: গুণ করতে হবে এমন
-

0
Updated: 2 weeks ago
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
Created: 3 weeks ago
A
ইশারা বা অঙ্গভঙ্গি
B
অর্থদ্যোতকতা
C
মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
D
জনসমাজের ব্যবহার যোগ্যতা
ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। মানুষের কন্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন কে ভাষা বলে।
গলনালি, মুখবিবর, কন্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলে। ইশারা বা অঙ্গভঙ্গির সাহাযে মনের ভাব সম্পুর্ণ রূপে প্রকাশ পাই না। তাই এটি ভাষার অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 3 weeks ago