"যত পড়ছি, ততই নতুন করে জানছি।" - বাক্যটিতে ব্যবহৃত কোন ধরনের যোজক রয়েছে?
A
বিকল্প
B
সাধারণ
C
বিরোধ
D
সাপেক্ষ
উত্তরের বিবরণ
"যত পড়ছি, ততই নতুন করে জানছি।"
- বাক্যটিতে ব্যবহৃত সাপেক্ষ যোজক রয়েছে।
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
• উদাহরণ
- যদি রোদ ওঠে, তবে রওনা দেব।
- যত পড়ছি, ততই নতুন করে জানছি।
বিকল্প যোজক:
- এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
• উদাহরণ
- লাল বা নীল কলমটা আনো।
- চা না-হয় কফি খান।
সাধারণ যোজক:
- এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে।
• উদাহরণ
- রহিম ও করিম এই কাজটি করেছে।
- জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো।
বিরোধ যোজক:
- এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

0
Updated: 15 hours ago
'বড়দাদা > বড়দা' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 week ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
ব্যঞ্জনচ্যুতি
C
অভিশ্রুতি
D
ধ্বনি বিপর্যয়
ব্যঞ্জনচ্যুতি হলো ধ্বনিগত প্রক্রিয়া, যেখানে পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়।
-
উদাহরণ:
-
বউদিদি → বউদি
-
বড়দাদা → বড়দা
-

0
Updated: 1 week ago
নিচের কোনটি স্বচ্ছ যুক্তবর্ণ?
Created: 13 hours ago
A
দ্ম
B
ন্ধ
C
ভ্র
D
ট্ট
• স্বচ্ছ যুক্তবর্ণ: দ্ম ( দ্ + ম)।
• অন্যদিকে,
- অস্বচ্ছ যুক্তবর্ণ:
ন্ধ= ন্ + ধ,
ভ্র = ভ্ + র
ট্ট = ট্ + ট।
উল্লেখ্য,
• যুক্তবর্ণ:
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

0
Updated: 13 hours ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 1 week ago
A
উল্লিখিত
B
আইনজীবী
C
উপরোক্ত
D
জাদুঘর
অশুদ্ধ বানান: উপরোক্ত
শুদ্ধ বানান: উপরিউক্ত
অর্থ: ওপরে বা পূর্বে উল্লেখিত; উপর্যুক্ত।
অন্য উদাহরণ:
-
উল্লিখিত
-
আইনজীবী
-
জাদুঘর
উৎস:
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago