"ব্যাঙের সর্দি" বাগ্ধারার সমার্থক কোনটি?
A
ভিজে বিড়াল
B
বাঘের দুধ
C
কুয়োর ব্যাঙ
D
কৈ মাছের প্রাণ
উত্তরের বিবরণ
ব্যাঙের সর্দি বাগ্ধারার সমার্থক হচ্ছে বাঘের দুধ।
- ব্যাঙের সর্দি (অসম্ভব বন্ধু)-দশ বছর যে জেল খাটল তাকে দেখাচ্ছ জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি?
- বাঘের দুধ (অসম্ভব বস্তু): টাকায় কী না হয়? বাঘের দুধ মেলে।
• অন্যান্য অপশন:
- ভিজে বিড়াল (কপট ব্যক্তি): সাবধান, আমাদের চারদিকে ভিজে বিড়ালের অভাব নেই।
- কুয়োর ব্যাঙ (সংকীর্ণমনা লোক): ও রকম কুয়োর ব্যাঙ দিয়ে নতুন কিছু করা যাবে না।
- কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না): শত প্রতিকূল পরিবেশেও এরা কৈ মাছের প্রাণ হয়ে বাঁচে।

0
Updated: 16 hours ago
ভগ্নাংশ পূরণবাচক শব্দ কোনটি?
Created: 16 hours ago
A
দ্বিতীয়
B
সোয়া
C
তেসরা
D
চতুর্থ
সোয়া হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক শব্দ।
• পূরণবাচক সংখ্যা শব্দ
- পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান বা পরিমাণ বোঝানো হয়।
• পূরণবাচক সংখ্যা শব্দ তিন ধরনের হয়:
১. সাধারণ পূরণবাচক
- যেগুলো সাধারণ সংখ্যা বা ক্রম বোঝায়।
- যেমন: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি।
২. তারিখ পূরণবাচক
- দিন বা তারিখ বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন: পহেলা বৈশাখ, দ্বিতীয় জানুয়ারি, চতুর্থ জুলাই ইত্যাদি।
৩. ভগ্নাংশ পূরণবাচক
- কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।

0
Updated: 16 hours ago
'রসিদ' কোন ভাষার শব্দ?
Created: 1 week ago
A
আরবি
B
ফারসি
C
উর্দু
D
হিন্দি
• রসিদ (বিশেষ্য পদ),
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্য পরিবহনের জন্য ভাড়া আদায়ের দলিল।
• ফারসি ভাষার কিছু শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, আমদানি, সবজি, রসিদ।

0
Updated: 1 week ago
‘সোনালি ফসল’ - এখানে ‘সোনালি’ কোন ধরনের বিশেষণ?
Created: 16 hours ago
A
গুণবাচক
B
বিশেষ্যজাত
C
ক্রিয়াদ্বিত্বজাত
D
উপাদানবাচক
‘সোনালি ফসল’ -
এখানে ‘সোনালি’ বিশেষ্যজাত বিশেষণ।
বিশেষ্যের সঙ্গে প্রত্যয় (তদ্ধিত প্রত্যয়) যোগে এ ধরনের বিশেষণ গঠিত হয়।এদেরকে বিশেষ্যজাত বিশেষণ।
- দেশীয় (দেশ+ঈয়) সম্পদ,
- সোনালি (সোনা+আলি। ফসল,
- মেঘলা (মেঘ+লা) আকাশ।
• অন্যান্য অপশন:
- গুণবাচক: বিশেষিত পদের গুণ-বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন-চৌকস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া।
- ক্রিয়াদ্বিত্বজাত বিশেষণ: ক্রিয়াপদের দ্বিত্ব ঘটিয়ে গঠিত হয়। যেমন। যায় যায় অবস্থা, খাই খাই মলন, কাঁদো কাঁদো চেহারা।
- উপাদানবাচক বিশেষিত বস্তুর উপাদান নির্দেশ করে। যেমন: বেলে মাটি, মেটে কলসি, পামুদ্রে মূর্তি।

0
Updated: 16 hours ago