সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দের সংক্ষিপ্ত রূপ কোনটি?
A
৪ঠা
B
৫ম
C
৩রা
D
৫ই
উত্তরের বিবরণ
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ৫ম।
• সাধারণ পূরণবাচক
যেসব সংখ্যাশব্দ দ্বারা কোনো বস্তুর ক্রমবাচক পর্যায় বা অবস্থান বোঝানো হয়, তাদের সাধারণ পূরণবাচক বলে।
উদাহরণ:
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঁচদশ ইত্যাদি।
• সংক্ষিপ্ত রূপে লেখা যায়:
- প্রথম → ১ম
- দ্বিতীয় → ২য়
- তৃতীয় → ৩য়
- চতুর্থ → ৪র্থ
৪ঠা, ৩রা, ৫ই হচ্ছে তারিখ পূরণবাচক শব্দ।

0
Updated: 16 hours ago
'Concealment' এর বাংলা পরিভাষা -
Created: 3 weeks ago
A
সমযোগে
B
সম্মেলন
C
গোপন
D
আস্থাবান
কিছু ইংরেজি প্রশাসনিক পরিভাষা ও তাদের বাংলা অর্থ
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা |
---|---|
Concealment | গোপন |
Concurrently | সমযোগে |
Conference | সম্মেলন |
Confident | আস্থাবান |
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি

0
Updated: 3 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
শূণ্য
B
চূর্ণ
C
রুপক
D
গূণ্য
✦ শব্দ এবং তাদের অর্থ ও শ্রেণী
-
চূর্ণ (বিশেষণ)
-
অর্থ:
-
কণায় পরিণত পদার্থ, গুঁড়ো
-
চুন
-
সুগন্ধি গুঁড়ো
-
আবির
-
-
বিশেষণ পদ: গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।
-
উৎস: সংস্কৃত শব্দ
-
-
শূন্য (বিশেষণ)
-
অর্থ: পরিমাণ বা আয়তনের অভাব
-
-
রূপক (বিশেষ্য)
-
অর্থ:
-
যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়
-
যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়
-
-
-
গুণ্য (বিশেষণ)
-
অর্থ: গুণ করতে হবে এমন
-

0
Updated: 2 weeks ago
'তুমি আস, তবে আমি যাব।' কোন ধরনের বাক্য?
Created: 1 week ago
A
যৌগিক বাক্য
B
সরল বাক্য
C
জটিল বাক্য
D
খণ্ড বাক্য
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন(:), ড্যাশ (_) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- তুমি আস, তবে আমি যাব।
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

0
Updated: 1 week ago