সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দের সংক্ষিপ্ত রূপ কোনটি?
A
৪ঠা
B
৫ম
C
৩রা
D
৫ই
উত্তরের বিবরণ
সাধারণ পূরণবাচক:
-
যেসব সংখ্যাশব্দ কোনো বস্তুর ক্রমবাচক অবস্থান বোঝায়, তাদের সাধারণ পূরণবাচক বলা হয়।
উদাহরণ:
-
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঁচদশ ইত্যাদি।
সংক্ষিপ্ত রূপ:
-
প্রথম → ১ম
-
দ্বিতীয় → ২য়
-
তৃতীয় → ৩য়
-
চতুর্থ → ৪র্থ
মোটামুটি বিশেষ নোট:
-
৪ঠা, ৩রা, ৫ই ইত্যাদি তারিখ পূরণবাচক শব্দ, যা সাধারণ পূরণবাচক সংখ্যা থেকে আলাদা।
0
Updated: 1 month ago
‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 months ago
A
সুকুমার সেন
B
সুকুমারী ভট্টাচার্য
C
নিহার রঞ্জন রায়
D
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
"ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
0
Updated: 2 months ago
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
Created: 1 month ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৯টি
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
ধ্বনিগুলো দুই ভাগে বিভক্ত:
-
স্বরধ্বনি
-
ব্যঞ্জনধ্বনি
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি):
[প্], [ফ], [ব], [ভ], [ত্], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ়], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]
-
এখানে প্রতিটি ধ্বনি বা উচ্চারণ তৃতীয় বন্ধনীর মাধ্যমে নির্দেশ করা হয়েছে।
0
Updated: 1 month ago
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলা হয়?
Created: 2 months ago
A
প্রপদ
B
ক্রিয়াপদ
C
উপপদ
D
প্রাতিপদিক
0
Updated: 2 months ago