কোনটি অলুক তৎপুরুষ?
A
হাতেপায়ে
B
তেলেভাজা
C
কানেখাটো
D
পথেপ্রবাসে
উত্তরের বিবরণ
অলুক তৎপুরুষ সমাস:
-
যখন পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে তৎপুরুষ সমাস গঠিত হয়, তখন তাকে অলুক তৎপুরুষ সমাস বলা হয়।
-
‘অলুক’ অর্থ অ-লোপ, অর্থাৎ লোপ বা বিভাজন না হওয়া।
উদাহরণ:
-
সোনার তরী = সোনার তরী
-
চিনির বলদ = চিনির বলদ
-
তেলেভাজা = তেলেভাজা
-
খেলার মাঠ = খেলার মাঠ
অলুক দ্বন্দ্ব সমাস:
-
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি সুস্পষ্ট না হয়ে সমস্ত পদ একসঙ্গে যুক্ত থাকে, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়।
উদাহরণ:
-
কোলে ও পিঠে = কোলেপিঠে
-
দুধে ও ভাতে = দুধেতাতে
-
আদায়-কাঁচকলায়, আগেপিছে, কাগজে-কলমে, ধীরেসুস্থে, ক্ষেতেখামারে, দলেদলে, দুঃখেসুখে, হাতেপায়ে, হাতেনাতে, যাকেতাকে, ঝোপেঝাড়ে, মনেপ্রাণে, জলেডাঙায়, পথেপ্রবাসে ইত্যাদি
0
Updated: 1 month ago
রেস্তোরা কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
ওলন্দাজ
B
জাপানি
C
ইংরেজি
D
ফরাসি
ফরাসি শব্দ- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।
0
Updated: 2 months ago
'গৃহকর্তা' কোন সমাস?
Created: 2 months ago
A
অব্যয়ীভাব
B
উপনাম কর্মধারয়
C
ষষ্ঠী তৎপুরুষ
D
সমানাধিকরণ বহুব্রীহি
✦ ষষ্ঠী তৎপুরুষ সমাস
Definition / সংজ্ঞা:
-
ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো সেই সমাস যেখানে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি ‘র’ বা ‘এর’ লোপ হয়ে যায়।
Examples / উদাহরণ:
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ার ঘাট → খেয়াঘাট
Additional Examples:
-
জনগণ
-
ছাত্রসমাজ
-
দেশসেবা
-
বিড়ালছানা
0
Updated: 2 months ago
'চাকু' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
চীনা
B
তুর্কি
C
পর্তুগিজ
D
হিন্দি
✦ শব্দ: চাকু (বিশেষ্য পদ)
Language Origin: তুর্কি
Meaning / অর্থ:
-
ফলার ধারালো দিক ভাঁজ করে হাতলে ঢুকিয়ে রাখা যায় এমন ছোট ছুরি।
✦ অন্যান্য তুর্কি উৎসের বাংলা শব্দসমূহ
-
বাবা
-
কোর্মা
-
খাতুন
-
উজবুক
-
চাকু
-
তোপ
-
বাবুর্চি
0
Updated: 2 months ago