যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
A
২০%
B
১৬%
C
১১%
D
৯%
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা
১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
0
Updated: 3 months ago
The population of a city grows from 175,000 to 262,500. What is the percentage growth in the city's population?
Created: 1 month ago
A
40%
B
43.5%
C
50%
D
60%
Question: The population of a city grows from 175,000 to 262,500. What is the percentage growth in the city's population?
Solution:
জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে
= (262500 - 175000) = 87500
175000 জনে বৃদ্ধি পায় = 87500 জন
∴ 1 জনে বৃদ্ধি পায় = 87500/175000 জন
∴ 100 জনে বৃদ্ধি পায় = (87500 × 100)/175000 = 50 জন
∴ জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = 50%
0
Updated: 1 month ago
৫ টাকায় ৮টি দরে আমলকি ক্রয় করে ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
Created: 3 weeks ago
A
২৫% ক্ষতি
B
(১০০/৩)% লাভ
C
(১০০/৩)% ক্ষতি
D
২৫% লাভ
প্রশ্ন: ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
১টি আমলকির ক্রয়মূল্য = ৫/৮ টাকা
১টি আমলকির বিক্রয়মূল্য = ৫/৬ টাকা
∴ লাভ = ৫/৬ - ৫/৮
= (২০ - ১৫)/২৪
= ৫/২৪ টাকা
∴ লাভের হার = (৫/২৪ × ১০০)/(৫/৮)
= (৫ × ১০০ × ৮)/(৫ × ২৪)
= ৪০০০/১২০
= (১০০/৩)%
0
Updated: 3 weeks ago
শতকরা ৮ টাকা হার সুদে ৮০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত হয়?
Created: 1 month ago
A
১২৪০ টাকা
B
১১২০ টাকা
C
১২০০ টাকা
D
১৩৪০ টাকা
শ্ন: শতকরা ৮ টাকা হার সুদে ৮০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত হয়?
সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৮০০ টাকা
সুদের হার (r) = ৮%
সময় (n) = ৫ বছর
আমরা জানি,
সরল সুদ, I = Pnr/১০০
বা, I = (৮০০ × ৫ × ৮)/১০০
∴ I = ৩২০ টাকা
সুদে-আসলে = আসল + সুদ
= ৮০০ + ৩২০
= ১১২০ টাকা
সুতরাং, সুদে-আসলে ১১২০ টাকা হবে।
0
Updated: 1 month ago