“অন্ধের যষ্টি” বাগ্ধারাটির অর্থ কী?
A
একমাত্র অবলম্বন
B
অসম্ভব কল্পনা
C
নির্বোধ
D
আশায় নৈরাশ্য
উত্তরের বিবরণ
“অন্ধের যষ্টি” বাগ্ধারাটির অর্থ হচ্ছে- একমাত্র অবলম্বন।
• অন্যান্য অপশন:
- আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): অল্প বিনিয়োগে বেশি লাভের আশা! আকাশ কুসুম চিন্তা ছাড়া কিছু নয়।
- বুদ্ধির ঢেঁকি (নির্বোধ): তোমার বিবেচনার বলিহারি, অমন বুদ্ধির ঢেঁকির কাছে গেছ বুদ্ধি নিতে!
- গুড়ে বালি (আশায় নৈরাশ্য): ঝড়ের কারণে আম ব্যবসায়ীদের লাভের আশা এবার গুড়ে বালি।

0
Updated: 15 hours ago
চর্যাপদ কোন ভাষার প্রাচীন নিদর্শন?
Created: 13 hours ago
A
পালি
B
বাংলা
C
সংস্কৃত
D
উর্দু
• বাংলা ভাষা:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- বাংলা ভাষাও ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য।
- ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে।
• এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে,
সেগুলো হলো:
- ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয়→
ভারতীয় আর্য→ প্রাকৃত→ বাংলা।
- আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
- বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'।

0
Updated: 13 hours ago
পাউরুটি কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।

0
Updated: 1 month ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 weeks ago