একবচন বাচক নির্দেশক কোনটি?
A
দাম
B
গাছি
C
গ্রাম
D
মহল
উত্তরের বিবরণ
একবচন বাচক নির্দেশক:
গাছি হলো একটি একবচন বাচক নির্দেশক।
-
উদাহরণ: মালাগাছি
একবচন গঠন:
একবচন তৈরি করতে সাধারণত কিছু নির্দেশক প্রত্যয় ‘টি’, ‘টা’, ‘খানা’, ‘খানি’, ‘গাছা’, ‘গাছি’ বিশেষ্যের সঙ্গে যোগ করা হয়। কখনো এক শব্দ ব্যবহার না করেও এই প্রত্যয় যোগে একবচন গঠিত হয়।
-
উদাহরণ: একটি ছেলে / ছেলেটি, একখানি হার
সমষ্টিবাচক শব্দের সঙ্গে ব্যবহার:
-
দাম: শৈবালদাম
-
গ্রাম: গুণগ্রাম
-
মহল: মহিলামহল, গুণিমহল
0
Updated: 1 month ago
“ব্যাকরণ” কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
বাংলা
B
পর্তুগীজ
C
হিন্দি
D
সংস্কৃত
ব্যাকরণ = বি + আ + কৃ + অন। ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগতগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এটি একটি সংস্কৃত শব্দ।
0
Updated: 2 months ago
সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক ছিলেন-
Created: 2 months ago
A
দীনেশরঞ্জন দাশ
B
বুদ্ধদেব বসু
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
বিহারীলাল চক্রবর্তী
সাহিত্য পত্রিকা ‘কবিতা’
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
অন্যান্য সম্পাদকের নাম: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু: কবিতা এবং কবিতা সম্পর্কিত গদ্য
-
বিশেষত্ব: আধুনিক বাঙালি কবিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা; এই পত্রিকায় লিখেননি এমন উল্লেখযোগ্য কবি কমই আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'লাটাই' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
তুর্কি
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• লাটাই (বিশেষ্য পদ),
- এটি দেশি ভাষার শব্দ।
অর্থ: তাঁত বোনার বা ঘুড়ির সুতা জড়ানোর কাটিম, নাটাই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 1 month ago