‘-অক’ প্রত্যয়ের পরিবর্তে নারীবাচক শব্দে কোন প্রত্যয় বসে?
A
-নী
B
-আনী
C
-ইকা
D
-মতী
উত্তরের বিবরণ
‘-অক’ প্রত্যয়ের পরিবর্তে নারীবাচক শব্দে -ইকা প্রত্যয় বসে।
• প্রত্যয় যোগে
নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়।
'-অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে 'অক'-এর জায়গায় '-ইকা' হয়।
যেমন
- পাঠক-পাঠিকা,
- লেখক-লেখিকা,
- গায়ক-গায়িকা।
- আনী প্রত্যয় যোগ করে: ইন্দ্র-ইন্দ্রাণী, শূদ্র-শূদ্রাণী।
- নী প্রত্যয় যোগ করে: দুঃখী-দুঃখিনী, শ্বেতাঙ্গ-শ্বেতালিনী।
- মতী: আয়ুম্মান-আয়ুষ্মতী, বুদ্ধিমান-বুদ্ধিমতী।

0
Updated: 16 hours ago
'প্রচলন' শব্দের 'প্র' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 3 weeks ago
A
আধিক্য
B
খ্যাতি
C
প্রকৃষ্ট
D
ধারা-পরম্পরা
“প্র” সংস্কৃত উপসর্গের ব্যবহার
সংজ্ঞা:
বাংলা ভাষায় “প্র” উপসর্গ মূলত সanskrit থেকে নেওয়া হয়েছে এবং এটি শব্দের অর্থে বিভিন্ন প্রকারের পরিবর্তন বা বিশেষ অর্থ যোগ করে।
১. প্রকৃষ্ট / সম্যক অর্থে
-
অর্থ: যথার্থ, পরিপূর্ণ বা প্রকৃতভাবে
-
উদাহরণ:
-
প্রচলন (সম্পূর্ণভাবে প্রচার বা প্রতিষ্ঠা করা)
-
প্রস্ফুটিত (পুরোপুরি ফোটানো বা প্রকাশিত)
-
২. আধিক্য অর্থে
-
অর্থ: বৃদ্ধি, বেশি বা প্রবলভাবে
-
উদাহরণ:
-
প্রচার (ব্যাপকভাবে জানানো)
-
প্রবল (অত্যন্ত শক্তিশালী)
-
প্রসার (বিস্তৃতি বা বৃদ্ধি)
-
প্রগাঢ় (গভীর বা তীব্র)
-
৩. খ্যাতি অর্থে
-
অর্থ: মান বা খ্যাতি প্রকাশ করা
-
উদাহরণ:
-
প্রতাপ (শক্তি ও খ্যাতি)
-
প্রসিদ্ধ (খ্যাতিমান)
-
প্রভাব (পরিচিত প্রভাবশালী অবস্থা)
-
৪. ধারা-পরম্পরা বা অনুগামিক অর্থে
-
অর্থ: ধারাবাহিকতা বা সম্পর্ক নির্দেশ করা
-
উদাহরণ:
-
প্রশাখা (শাখার ধারাবাহিক অংশ)
-
প্রপৌত্র (নাতির নাতি বা উত্তরাধিকার সূত্রে সংযুক্ত ব্যক্তি)
-
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 weeks ago
“ঘরজামাই” কোন ধরনের সমাস?
Created: 16 hours ago
A
রূপক কর্মধারয়
B
মধ্যপদলোপী কর্মধারয়
C
উপমিত কর্মধারয়
D
উপমান কর্মধারয়
“ঘরজামাই” হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। এগুলো মধ্যপদলোপী কর্মধারয় নামে পরিচিত।
যেমন-
ঘি মাখানো ভাত = ঘিভাত,
হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি,
ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই,
বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা।
• কর্মধারয় সমাস
• যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
- যেমন গোলাপ নামের ফুল = গোলাপফুল,
- যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।
• কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- মন রূপ মাঝি = মনমাঝি।
• যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

0
Updated: 16 hours ago
”বিদ্বানকে সকলেই আদর করে।” বাক্যটির কর্মবাচ্য রূপ কী হবে?
Created: 16 hours ago
A
বিদ্বান সকলের দ্বারা আদৃত হয়।
B
বিদ্বানকে সকলে আদৃত করে।
C
বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
D
বিদ্বানকে সকলে সমাদৃত করে।
• কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য
- কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে-
- কর্তায় তৃতীয়া , কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি এবং ক্রিয়া কর্মের অনুসারী হয়।
যেমন:
• কর্তৃবাচ্য: বিদ্বানকে সকলেই আদর করে।
• কর্মবাচ্য: বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
• কর্তৃবাচ্য: খোদাতায়ালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।
• কর্মবাচ্য: বিশ্বজগৎ খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।
• কর্তৃবাচ্য: মুবারক পুস্তক পাঠ করছে।
• কর্মবাচ্য: মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।

0
Updated: 16 hours ago