স্থায়ী চুম্বক কোথায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
A
কলিং বেল
B
ট্রান্সফরমারে
C
কম্পাসে
D
জেনারেটরে
উত্তরের বিবরণ
চুম্বক ও তার প্রকারভেদ:
-
কম্পাসে চুম্বক:
-
দিক নির্ণয়ের জন্য কম্পাসে ছোট ও হালকা স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়।
-
এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল অবস্থান করে।
-
-
স্থায়ী চুম্বক:
-
চৌম্বক ক্ষেত্র অপসারিত করলেও চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না।
-
ব্যবহৃত হয়: চৌম্বক কম্পাস, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদিতে।
-
-
অস্থায়ী চুম্বক:
-
চৌম্বক ক্ষেত্রের প্রভাবে চুম্বকে পরিণত হয়, তবে ক্ষেত্র অপসারিত হলে চুম্বকত্ব চলে যায়।
-
ব্যবহৃত হয়: মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদিতে।
-
-
তড়িৎ চুম্বক:
-
বৃত্তাকার কুন্ডলী বা সলিনয়েডে তড়িৎ প্রবাহ দিলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।
-
ব্যবহৃত হয়: কলিং বেল ইত্যাদিতে।
-
0
Updated: 1 month ago
নিচের কোন পদার্থকে চুম্বক আকর্ষণ করে?
Created: 1 month ago
A
পিতল
B
নিকেল
C
তামা
D
অ্যালুমিনিয়াম
চৌম্বক ও অচৌম্বক পদার্থ
-
চৌম্বক পদার্থ:
-
যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যেগুলোকে চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলা হয়।
-
বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে; তাই এগুলোকে ফেরোচৌম্বক পদার্থ (Ferromagnetic substances) বলা হয়।
-
উদাহরণ: লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।
-
নিকেল একটি চৌম্বক পদার্থ, তাই এটি চুম্বকের দ্বারা আকর্ষিত হয়।
-
-
অচৌম্বক পদার্থ:
-
যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যেগুলোকে চুম্বকে পরিণত করা যায় না, তাদের অচৌম্বক পদার্থ বলা হয়।
-
উদাহরণ: সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।
-
উৎস:
0
Updated: 1 month ago
মোবাইল ফোনে যোগাযোগের জন্য কোন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
দৃশ্যমান আলোক তরঙ্গ
B
অতিবেগুনি রশ্মি
C
মাইক্রোওয়েভ
D
গামা রশ্মি
মোবাইল ফোন যোগাযোগ সাধারণত মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে পরিচালিত হয়, যার সীমা প্রায় 800 MHz থেকে 2.6 GHz পর্যন্ত। এই তরঙ্গগুলো দীর্ঘ দূরত্বে তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য অত্যন্ত কার্যকর এবং অ্যান্টেনার মাধ্যমে সহজেই প্রেরণযোগ্য।
মাইক্রোওয়েভ সম্পর্কিত তথ্য:
-
মাইক্রোওয়েভ এক ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা সেকেন্ডে প্রায় 1 গিগা বা তার চেয়ে বেশি বার কম্পিত হয়।
-
এর মাধ্যমে ডাটা স্থানান্তর করা যায়, অর্থাৎ কম্পিউটার থেকে প্রেরিত তথ্য, কথা ও ছবি ইত্যাদি দ্রুত পাঠানো সম্ভব।
-
একটি মাইক্রোওয়েভ সিস্টেমে দু’টি ট্রান্সসিভার (Transceiver) থাকে।
-
একটি ট্রান্সসিভার সিগন্যাল Transmit করে এবং অন্যটি Receive করে।
-
মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 MHz থেকে 30 GHz পর্যন্ত।
0
Updated: 1 month ago
নিচের কোন পদার্থকে চুম্বক আকর্ষণ করে না?
Created: 1 month ago
A
প্লাস্টিক
B
ইস্পাত
C
লোহা
D
নিকেল
অচৌম্বক ও চৌম্বক পদার্থ
অচৌম্বক পদার্থ: যে সকল পদার্থ চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় না এবং যেগুলোকে চুম্বকে পরিণত করা যায় না, সেগুলোকে অচৌম্বক পদার্থ বলা হয়।
-
উদাহরণ: সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।
চৌম্বক পদার্থ: যে সকল পদার্থ চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় এবং যেগুলোকে চুম্বকে রূপান্তর করা যায়, সেগুলোকে চৌম্বক পদার্থ বলা হয়।
-
অধিকাংশ চৌম্বক পদার্থে লোহা থাকে, তাই এগুলোকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়।
-
"ফেরো" শব্দের অর্থ হলো লোহা।
-
উদাহরণ: লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।
0
Updated: 1 month ago