”শিক্ষক ছাত্রকে বই দিলেন।” বাক্যটিতে ”দিলেন” কোন ধরনের ক্রিয়া?
A
অসমাপিকা ক্রিয়া
B
দ্বিকর্মক ক্রিয়া
C
অকর্মক ক্রিয়া
D
ত্রিকর্মক ক্রিয়া
উত্তরের বিবরণ
• দ্বিকর্মক ক্রিয়া:
- বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে।
যেমন
- শিক্ষক ছাত্রকে বই দিলেন।
- এই বাক্যে 'দিলেন' একটি দ্বিকর্মক ক্রিয়া।
- 'কী দিলেন' প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম ('বই'),
আর 'কাকে দিলেন' প্রশ্নের উত্তর দেয় গৌণ কর্ম ('ছাত্রকে')।
উল্লেখ্য,
- বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার:
- সকর্মক ক্রিয়া।
- অকর্মক ক্রিয়া।
- দ্বিকর্মক ক্রিয়া।

0
Updated: 16 hours ago
'Hand out' -এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 weeks ago
A
তথ্যপত্র
B
জ্ঞাপনপত্র
C
প্রচারপত্র
D
হস্তপত্র
বাখ্যা:
-
‘Hand out’ শব্দের বাংলা পরিভাষা হলো জ্ঞাপন পত্র, যা সাধারণত কোনো তথ্য বা ঘোষণা প্রচারের জন্য বিতরণ করা হয়।
অন্যান্য পারিভাষিক শব্দ ও তাদের অর্থ:
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
-
Mortgage → বন্ধক
-
Deposit → আমানত
-
Lease → ইজারা
-
Security → জামানত
সুতরাং, এই শব্দগুলো বিশেষ ক্ষেত্রে বাংলা পরিভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং প্রশাসন, অর্থনীতি ও শিক্ষা ক্ষেত্রে প্রায়শই ব্যবহৃত হয়।

0
Updated: 2 weeks ago
রেস্তোরা কোন ভাষার শব্দ?
Created: 2 weeks ago
A
ওলন্দাজ
B
জাপানি
C
ইংরেজি
D
ফরাসি
ফরাসি শব্দ- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।

0
Updated: 2 weeks ago
”একটু বাইরে বেড়িয়ে আসা যাক।” বাক্যটির কর্তাবাচ্য রূপ কী হবে?
Created: 1 day ago
A
একটু বাইরে বেড়িয়ে আসি
B
একটু বাহিরে বেড়িয়ে আসো
C
একটু বাইরে বেড়িয়ে আসা হোক
D
একটু বাইরে বেড়িয়ে এসো
• ভাববাচ্য: একটু বাইরে বেড়িয়ে আসা যাক।
• কর্তাবাচ্য: একটু বাইরে বেড়িয়ে আসি।
উল্লেখ্য,
- ভাববাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়াকে কর্তার অনুসারী করতে হয়।
যেমন
• ভাববাচ্য: এবার বাঁশিটি বাজানো হোক।
• কর্তাবাচ্য: এবার বাঁশিটি বাজাও।

0
Updated: 1 day ago