শিক্ষক বললেন, "তোমরা কি ছুটি চাও?"- উক্তিটির পরোক্ষরূপ কোনটি?
A
আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করে।
B
শিক্ষক জিজ্ঞাসা করলেন, "তোমরা কি ছুটি চাও?
C
শিক্ষক বললেন যে, "তোমরা কি ছুটি চাও?
D
আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
উত্তরের বিবরণ
• প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন-
• প্রত্যক্ষ উক্তি: শিক্ষক বললেন,
"তোমরা কি ছুটি চাও?"
• পরোক্ষ উক্তি : আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
• প্রত্যক্ষ উক্তি: বাবা বললেন,
"কবে নাগাদ তোমাদের ফল বের হবে?"
• পরোক্ষ উক্তি : আমাদের ফল কবে নাগাদ বের হবে, বাবা তা জানতে চাইলেন।

0
Updated: 16 hours ago
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
নিন্দিত
B
বিষণ্ণ
C
বিগ্রহ
D
হর্ষ
বিপরীত শব্দের উদাহরণ
১. প্রসন্ন
-
অর্থ: খুশি, আনন্দিত
-
বিপরীত শব্দ: বিষণ্ণ
২. নন্দিত
-
অর্থ: প্রশংসিত, আনন্দিত
-
বিপরীত শব্দ: নিন্দিত
৩. হর্ষ / হরিষ
-
অর্থ: আনন্দ, উল্লাস
-
বিপরীত শব্দ: বিষাদ
৪. সন্ধি
-
অর্থ: মিলন, চুক্তি
-
বিপরীত শব্দ: বিগ্রহ / বিবাদ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 weeks ago
কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
Created: 2 months ago
A
স্যার উইলিয়াম জোনস্
B
স্যার উইলিয়াম ক্যারী
C
রাজীব লোচন মুখোপাধ্যায়
D
ব্রাসি হ্যালহেড
১৭৭৮ সালে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড বাংলা ভাষার ব্যাকরণ A Grammer of the Bengal Language বাংলা টাইপ সহযোগে মুদ্রণ করেন।
- এ গ্রন্থেই প্রথম বাংলা হরফ মুদ্রিত হয়।
- গ্রন্থটি ইংরেজীতে রচিত হলেও এর কিছু উদাহরণে বাংলা হরফ ব্যবহার করা হয়।
- নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
উৎস: বাংলাপিডিয়া; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
নিচের কোনটি স্বচ্ছ যুক্তবর্ণ?
Created: 13 hours ago
A
দ্ম
B
ন্ধ
C
ভ্র
D
ট্ট
• স্বচ্ছ যুক্তবর্ণ: দ্ম ( দ্ + ম)।
• অন্যদিকে,
- অস্বচ্ছ যুক্তবর্ণ:
ন্ধ= ন্ + ধ,
ভ্র = ভ্ + র
ট্ট = ট্ + ট।
উল্লেখ্য,
• যুক্তবর্ণ:
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

0
Updated: 13 hours ago