নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই?
A
ভালো করে পড়াশোনা করলে।
B
ভালো করে পড়াশোনা করবে।
C
প্রভাতে সূর্য উঠলে।
D
আমরা হাত-মুখ ধুয়ে।
উত্তরের বিবরণ
সমাপিকা ক্রিয়া হলো সেই ধরনের ক্রিয়া যার মাধ্যমে বাক্যের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। সমাপিকা ক্রিয়ার বাক্য সাধারণত স্বতঃসম্পূর্ণ এবং পাঠকের কাছে সম্পূর্ণ অর্থ পৌঁছে দেয়।
-
উদাহরণ সমাপিকা ক্রিয়ার:
-
ভালো করে পড়াশোনা করবে।
-
ছেলেরা খেলা করছে।
-
এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে।
-
অসমাপিকা ক্রিয়া হলো সেই ধরনের ক্রিয়া যা বাক্যের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে না এবং প্রায়শই অন্য ক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হয়।
-
উদাহরণ অসমাপিকা ক্রিয়ার:
-
ভালো করে পড়াশোনা করলে।
-
প্রভাতে সূর্য উঠলে।
-
আমরা হাত-মুখ ধুয়ে।
-
উল্লেখ্য, সমাপিকা ক্রিয়ার বাক্যে অসমাপিকা ক্রিয়ার উপস্থিতি নেই, কারণ বাক্যের অর্থ পূর্ণ।
0
Updated: 1 month ago
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
Created: 3 months ago
A
দ্রাবিড়
B
ইউরালীয়
C
ইন্দো-ইউরোপীয়
D
সেমেটিক
পৃথিবীতে বেশকিছু মূল ভাষাবংশ রয়েছে। তার মধ্যে মূল ভাষাবংশ হচ্ছে ইন্দো - ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো - ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে।
0
Updated: 3 months ago
'বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি
C
মুহম্মদ আবদুল হাই
D
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
বাঙ্গালা ব্যাকরণ
-
রচয়িতা: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
-
গুরুত্ব: বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ হিসেবে সমাদৃত।
-
প্রকাশ: প্রথম সংস্করণ ১৯৩৬ সালে, ত্রয়োদশ সংস্করণ ১৯৬৭ সাল পর্যন্ত। গ্রন্থকার ১৩ জুলাই ১৯৬৯ (২৭ আষাঢ় ১৩৭৬) ইন্তেকাল করেন। এরপর আর কোনো সংস্করণ প্রকাশিত হয়নি।
পটভূমি:
-
শহীদুল্লাহর 'বাঙ্গালা ব্যাকরণ' প্রকাশিত হওয়ার আগে আচার্য সুনীতি কুমারের 'ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ' বইটির ধারণা আরও দুই বছর আগে শহীদুল্লাহর গ্রন্থ বাংলা ভাষার ব্যাকরণের অভাব পূরণ করেছিল।
-
গ্রন্থ প্রণয়নে সহায়তা করেছিলেন:
-
ড. সুশীল কুমার দে
-
আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়
-
কবি মোহিত লাল মজুমদার
-
কালিদাস রায়
-
কবি শেখর
-
অধ্যাপক গুরুপ্রসাদ ভট্টাচার্য
-
চিন্তাহরণ চক্রবর্তী
-
চারুচন্দ্র চট্টোপাধ্যায়
-
বিষয়বস্তু:
ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ব্যাকরণ' প্রধানত পাঁচটি প্রকরণে বিভক্ত:
১. ধ্বনি প্রকরণ (Phonology)
২. শব্দ প্রকরণ (Accidence)
৩. বাক্য প্রকরণ (Syntax)
৪. ছন্দ প্রকরণ (Prosody)
৫. অলঙ্কার প্রকরণ (Rhetoric)
অন্য গ্রন্থ:
-
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির বাঙ্গালা ভাষা (১৯১২)
উৎস:
-
বাঙ্গালা ব্যাকরণ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্
0
Updated: 1 month ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
| মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
|---|---|---|---|
| চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
| পড়্ | আ | পড়া | কৃদন্ত |
| শুন্ | আ | শোনা | কৃদন্ত |
| বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago