”ছেলেরা মাঠে খেলছে” বাক্যটিতে ”খেলছে” কোন ধরনের ক্রিয়া?
A
প্রযোজক ক্রিয়া
B
সরল ক্রিয়া
C
নামক্রিয়া
D
সংযোগ ক্রিয়া
উত্তরের বিবরণ
• সরল ক্রিয়া:
- একটিমাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে, তাকে সরল ক্রিয়া বলে।
যেমন
- সে লিখছে।
- ছেলেরা মাঠে খেলছে।
• এখানে লিখছে ও খেলছে - এগুলো সরল ক্রিয়া।

0
Updated: 16 hours ago
"লাফ > ফাল" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 3 weeks ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
ধ্বনি বিপর্যয়
C
অন্তর্হতি
D
অভিশ্রুতি
ধ্বনি বিপর্যয়
সংজ্ঞা:
কোনো শব্দের ভেতরে দুটি ব্যঞ্জনের স্থান-বদল ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। অর্থাৎ শব্দে ধ্বনির ক্রমে পরিবর্তন হয়ে যায়।
উদাহরণসমূহ
-
পিশাচ → পিচাশ
-
লাফ → ফাল
-
বাক্স → বাস্ক
-
রিক্সা → রিস্কা
অর্থাৎ, ধ্বনি বিপর্যয়ে শব্দের ধ্বনি বিন্যাসে বর্ণগুলোর স্থান অদল-বদল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
“অন্ধের যষ্টি” বাগ্ধারাটির অর্থ কী?
Created: 15 hours ago
A
একমাত্র অবলম্বন
B
অসম্ভব কল্পনা
C
নির্বোধ
D
আশায় নৈরাশ্য
“অন্ধের যষ্টি” বাগ্ধারাটির অর্থ হচ্ছে- একমাত্র অবলম্বন।
• অন্যান্য অপশন:
- আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): অল্প বিনিয়োগে বেশি লাভের আশা! আকাশ কুসুম চিন্তা ছাড়া কিছু নয়।
- বুদ্ধির ঢেঁকি (নির্বোধ): তোমার বিবেচনার বলিহারি, অমন বুদ্ধির ঢেঁকির কাছে গেছ বুদ্ধি নিতে!
- গুড়ে বালি (আশায় নৈরাশ্য): ঝড়ের কারণে আম ব্যবসায়ীদের লাভের আশা এবার গুড়ে বালি।

0
Updated: 15 hours ago
রেস্তোরা কোন ভাষার শব্দ?
Created: 2 weeks ago
A
ওলন্দাজ
B
জাপানি
C
ইংরেজি
D
ফরাসি
ফরাসি শব্দ- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।

0
Updated: 2 weeks ago