'রাজু পুস্তক পাঠ করছে।' বাক্যটির কর্মবাচ্যে রূপ হবে-
A
রাজু কর্তৃক পুস্তক পাঠ হচ্ছে।
B
রাজু কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।
C
রাজু কর্তৃক পুস্তক পাঠ্য হচ্ছে।
D
পুস্তক কর্তৃক রাজু পঠিত হচ্ছে।
উত্তরের বিবরণ
কর্তৃবাচ্য ও কর্মবাচ্য হলো দুটি ভিন্ন ধরণের বাক্যরূপ, যা কর্তা এবং কর্মের উপর নির্ভর করে তৈরি হয়। কর্তৃবাচ্যে ক্রিয়ার রূপ কর্তার উপর নির্ভর করে, আর কর্মবাচ্যে ক্রিয়ার রূপ কর্মের উপর নির্ভর করে এবং কর্তা প্রায়শই ‘কর্তা দ্বারা’ বা ‘কর্তৃক’ আকারে প্রকাশ হয়।
-
উদাহরণ:
-
কর্তৃবাচ্য: রাজু পুস্তক পাঠ করছে।
-
কর্মবাচ্য: রাজু কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।
-
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের নিয়ম:
-
কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে রূপান্তর করতে হলে কর্তাকে তৃতীয় পুরুষে, কর্মকে প্রথম বা শূন্য বিভক্তিতে পরিবর্তন করতে হয়।
-
ক্রিয়া কর্মের অনুসারী হতে হবে।
-
উদাহরণ:
-
কর্তৃবাচ্য: বিদ্বানকে সকলেই আদর করে।
কর্মবাচ্য: বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। -
কর্তৃবাচ্য: খোদাতায়ালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।
কর্মবাচ্য: বিশ্বজগৎ খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।
-
0
Updated: 1 month ago
নিম্নে কোনটি ”ওষ্ঠ্য ব্যঞ্জন” ধ্বনির উদাহরণ?
Created: 1 month ago
A
ট
B
ব
C
ড়
D
ধ
ওষ্ঠ্য ব্যঞ্জন:
ওষ্ঠ্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি যা উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে। এগুলোকে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও বলা হয়।
-
উদাহরণ: প, ফ, ব, ভ, ম
অপরদিকে:
-
মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি: ট, ড়
-
দন্ত্য ব্যঞ্জনধ্বনি: ধ
0
Updated: 1 month ago
'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র!' – কোন বাক্য?
Created: 1 month ago
A
মিশ্র বাক্য
B
বিস্ময়বোধক বাক্য
C
যৌগিক বাক্য
D
জটিল বাক্য
সঠিক উত্তর: খ) বিস্ময়বোধক বাক্য
বিস্ময়বোধক বাক্য:
-
যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝানো হয় তাকে বিস্ময়সূচক বাক্য বলা হয়।
-
উদাহরণ:
-
তাজ্জব ব্যাপার!
-
কী সাংঘাতিক ব্যাপার!
-
সত্যি সেলুকাস, কী বিচিত্র এ দেশ!
-
"সত্যি সেলুকাস, কী বিচিত্র এ দেশ!" বাক্যের বিশ্লেষণ:
-
বাক্যটি বিস্ময়, আশ্চর্য বা আবেগ প্রকাশ করছে।
-
শব্দগুলো যেমন ‘সত্যি’ এবং ‘বড় বিচিত্র’ বক্তার বিস্ময় বা আশ্চর্যের ভাব প্রকাশ করছে।
অন্যান্য অপশনের বিশ্লেষণ:
-
ক) মিশ্র বাক্য: একটি প্রধান খণ্ড এবং এক বা একাধিক অধীন খণ্ড থাকে। উদাহরণ: যদি তুমি যাও, তবে আমি যাব। বাক্যে এ ধরণের কাঠামো নেই।
-
গ) যৌগিক বাক্য: দুই বা ততোধিক প্রধান খণ্ড সংযোজক (যেমন: এবং, কিন্তু) দিয়ে যুক্ত থাকে। উদাহরণ: আমি গেলাম এবং সে এল। এখানে একটিমাত্র প্রধান খণ্ড রয়েছে।
-
ঘ) জটিল বাক্য: একটি প্রধান খণ্ড এবং এক বা একাধিক অধীন খণ্ড থাকে, সাধারণত ‘যে’, ‘যদি’ ইত্যাদি দিয়ে যুক্ত। এখানে তেমন কাঠামো নেই।
0
Updated: 1 month ago
‘পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন’- এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহার হয়েছে?
Created: 2 months ago
A
নান্দনিক
B
আশ্রয়
C
রহস্যময়
D
পাখির বাসা
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন'।এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।
0
Updated: 2 months ago