'পাতিস নে শিলাতলে পদ্মপাতা।'- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
A
আদেশ
B
উপদেশ
C
অনুরোধ
D
প্রার্থনা
উত্তরের বিবরণ
• বর্তমান কালের অনুজ্ঞা
• আদেশ: কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
• উপদেশ:
- সত্য গোপন করো না। কড়া রোদে ঘোরাফেরা করিস না
- 'পাতিস নে শিলাতলে পদ্মপাতা।'
• অনুরোধ: আমার কাজটা এখন কর। অঙ্কটা বুঝিয়ে দাও না।
• প্রার্থনা: আমার দরখাস্তটা পড়ুন। :
• অভিশাপ: মর, পাপিষ্ঠ।
উল্লেখ্য,
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যেরূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।

0
Updated: 16 hours ago
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
Created: 1 week ago
A
উত্তমর্ণ
B
খাতক
C
অধমর্ণ
D
ঋতুপর্ণ
'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।
অন্যদিকে,
'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক।
'ঋতুপর্ণ' অর্থ- অযোধ্যার সূর্যবংশীয় নৃপতিবিশেষ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়-
Created: 3 weeks ago
A
চলিত ভাষারীতিতে
B
সাধু ভাষারীতিতে
C
সমাজ উপভাষায়
D
আঞ্চলিক উপভাষায়
সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধুরীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। এ রীতিতে সর্বনাম, ক্রিয়া, ও অনুসর্গে র পূর্ণ রূপ ব্যবহার করা হয়। যেমন: আসিয়া (সাধু > এস (চলিত); তাহাকে (সাধু) তাকে (চলিত); অপেক্ষা (সাধু) > চেয়ে (চলিত)।

0
Updated: 3 weeks ago
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Created: 2 weeks ago
A
নব্য ভারতীয় আর্যভাষা
B
ফারসি
C
সংস্কৃত
D
অসমীয়া
ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

0
Updated: 2 weeks ago