'পাতিস নে শিলাতলে পদ্মপাতা।'- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
A
আদেশ
B
উপদেশ
C
অনুরোধ
D
প্রার্থনা
উত্তরের বিবরণ
বর্তমান কালের অনুজ্ঞা হলো এমন ধরনের ক্রিয়ার রূপ যা বক্তার উদ্দেশ্য বা ভাব প্রকাশ করে এবং সাধারণত মধ্যম পুরুষে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা অভিশাপ।
-
আদেশ: কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
-
উপদেশ:
-
সত্য গোপন করো না।
-
কড়া রোদে ঘোরাফেরা করিস না।
-
'পাতিস নে শিলাতলে পদ্মপাতা।'
-
-
অনুরোধ: আমার কাজটা এখন কর। অঙ্কটা বুঝিয়ে দাও না।
-
প্রার্থনা: আমার দরখাস্তটা পড়ুন।
-
অভিশাপ: মর, পাপিষ্ঠ।
উল্লেখ্য, আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে যে ক্রিয়াপদ ব্যবহৃত হয়, তাকে অনুজ্ঞা পদ বলা হয়।
0
Updated: 1 week ago
নিচের কোন পদকর্তা চর্যাপদের প্রথম পদটির রচিয়তা?
Created: 1 month ago
A
কাহ্নপা
B
ভুসুকুপা
C
শবরপা
D
লুইপা
লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা এবং তাঁকে আদি সিদ্ধাচার্য হিসেবে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের সূচনালগ্নে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
লুইপা চর্যাপদের প্রথম ও ঊনত্রিশতম পদ রচনা করেছিলেন।
-
তাঁকে চর্যাপদের আদি সিদ্ধাচার্য বলা হয়।
-
তিনি সংস্কৃত ভাষায়ও গ্রন্থ রচনা করেছিলেন, যার সংখ্যা চারটি।
-
তাঁর একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো ‘অভিসময় বিভঙ্গ’।
-
চর্যাপদের প্রথম পদ “কাআ তরুবর পাঞ্চ বি ডাল। চঞ্চল চীএ পৈঠা কাল।। ” লুইপার রচনা।
0
Updated: 1 month ago
সৈয়দ ওয়লীউল্লাহর লেখা নাটক কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
বহিপীর
C
ওরা কদম আলী
D
লাল সালু
সঠিক উত্তর: বহিপীর → সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি নাটক
'বহিপীর' নাটক সম্পর্কে তথ্য:
-
লেখক: সৈয়দ ওয়ালীউল্লাহ, আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার
-
রচনার বছর: ১৯৫৫
-
প্রকাশিত: ১৯৬৫ সালে গ্রন্থাকারে
-
বিষয়বস্তু: নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
-
নাটকের নামকরণ করা হয়েছে মুখ্য চরিত্র বহিপীরের নামে, যেখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র:
-
বহিপীর
-
তাহেরা
-
হাতেম
-
আমেনা
-
হাশেম
অন্যান্য অপশন:
-
ক) কবর → মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনভিত্তিক নাটক
-
গ) ওরা কদম আলী → মামুনুর রশীদের নাটক
-
ঘ) লাল সালু → সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস (নাটক নয়)
0
Updated: 1 month ago
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
Created: 1 month ago
A
আটটি
B
নয়টি
C
সাতটি
D
দশটি
বাংলা বর্ণমালাকে মাত্রার ভিত্তিতে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়—পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ। এভাবে বিভাজনের মাধ্যমে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ উভয়েরই সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারিত হয়।
-
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি
-
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ সংখ্যা ৩২টি
-
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৮টি
ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে:
-
পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ ২৬টি
-
অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ ৭টি
-
মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ ৬টি
স্বরবর্ণের ক্ষেত্রে:
-
পূর্ণমাত্রার স্বরবর্ণ ৬টি
-
অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি
-
মাত্রাহীন স্বরবর্ণ ৪টি
0
Updated: 1 month ago