”কাল একবার এসো।” - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
A
সম্ভাবনা
B
উপদেশ
C
অনুরোধ
D
বিধান
উত্তরের বিবরণ
• ভবিষ্যৎ কালের অনুজ্ঞা:
- আদেশে অর্থে: সদা সত্য বলবে।
- সম্ভাবনায় অর্থে : চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
- বিধান অর্থে: রোগ হলে ওষুধ খাবে।
- অনুরোধ অর্থে: কাল একবার এসো (বা আসিও বা আসিবে)।
উল্লেখ্য,
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যেরূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।

0
Updated: 16 hours ago
বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি?
Created: 1 week ago
A
১০টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে, যেগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়: স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি।
-
মৌলিক স্বরধ্বনি: বাংলা ভাষায় ৭টি মৌলিক স্বরধ্বনি আছে।
উদাহরণ: ই, এ, অ্যা, আ, অ, ও, উ। -
মৌলিক ব্যঞ্জনধ্বনি: বাংলা ভাষায় ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি রয়েছে।

0
Updated: 1 week ago
নিচের কোনটি বাক্-প্রত্যঙ্গ নয়?
Created: 13 hours ago
A
নাক
B
ঠোঁট
C
জিহ্বা
D
কান
• ধ্বনি :
- কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে।
- ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না।
- ধ্বনি তৈরি হয় বাগ্যন্ত্রের সাহায্যে।
- ধ্বনি তৈরিতে যেসব বাক্-প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো-ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
- মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।
- ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়।
- তবে সব ধ্বনিই সব ভাষা গ্রহণ করে না।

0
Updated: 13 hours ago
বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
গৌড়ীয় প্রাকৃত
C
হিন্দি
D
আসামি
ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, ভারতীয় ভাষা থেকেই বৈদিক এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। খ্রিষ্টপূর্ব আটশ অব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই আদিম প্রাকৃত ভাষার সৃষ্টি। আনুমানিক দুইশ খ্রিষ্টপূর্ব অব্দে এই ভাষা থেকেই গৌড়ীয় প্রাকৃত এবং আনুমানিক চারশ অব্দে গৌড়ী পাকৃত থেকে গৌড়ী অপভ্রংশের সৃষ্টি।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় অপভ্রংশ হয়ে বঙ্গকামরূপী ভাষার মাধ্যমে ৬৫০ খ্রিষ্টাব্দে বাংলা ভাষা স্বতন্ত্ররূপ পরিগ্রহ করে।

0
Updated: 1 month ago