”সূর্য পূর্ব দিকে ওঠে।” - বাক্যটি কোন কালের উদাহরণ?
A
পুরাঘটিত বর্তমান
B
নিত্য অতীত
C
ঘটমান বর্তমান
D
সাধারণ বর্তমান
উত্তরের বিবরণ
সাধারণ বর্তমান কাল হলো সেই ক্রিয়া যা বর্তমান সময়ে নিয়মিত বা সাধারণভাবে ঘটে। এটি এমন কার্যকলাপ নির্দেশ করে যা অভ্যাসগত বা নিয়মিত।
-
উদাহরণ:
-
আমি স্কুলে যাই।
-
সূর্য পূর্ব দিকে ওঠে।
-
বর্তমান কাল:
-
বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় বা ঘটছে, তাকে বর্তমান কাল বলা হয়।
বর্তমান কাল চার প্রকার:
-
সাধারণ বর্তমান (Simple Present)
-
ঘটমান বর্তমান (Present Continuous)
-
পুরাঘটিত বর্তমান (Present Perfect)
-
অনুজ্ঞা বর্তমান (Present Perfect Continuous / Permission/Modal)
0
Updated: 1 month ago
কোন শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
পরিষ্কার
B
স্পষ্ট
C
ভূষণ
D
কোনোটিই নয়
বাংলা ভাষায় ‘ষ’ ধ্বনির ব্যবহার বিভিন্ন প্রক্রিয়ায় ঘটে।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ষ’ থাকে, যেমন: ষড়ঋতু, ভাষণ, ঊষা, ভূষণ, ঔষধ।
-
ট–বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়, যেমন: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ।
-
র-ধ্বনির পরে যদি অ, আ বা অন্য স্বরধ্বনি থাকে, তবে তার পরে ‘ষ’ বসে। উদাহরণ: পরিষ্কার।
0
Updated: 1 month ago
বাংলা ভাষারীতির কয়টি রূপ?
Created: 2 months ago
A
২টি
B
৩টি
C
৫টি
D
৪টি
বাংলা ভাষার মৌলিক রূপ – ২ টি। ক. লেখ্য খ. মৌখিক। কিন্তু বাংলা ভাষার মৌলিক অংশ – ৪ টি। ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. অর্থ।
0
Updated: 2 months ago
কোনটি বাংলা উপসর্গ?
Created: 1 month ago
A
নিম
B
অতি
C
পাতি
D
অভি
উপরের উদাহরণ থেকে বোঝা যায় যে, ‘পাতি’ একটি বাংলা উপসর্গ, যার অর্থ হলো ক্ষুদ্র অর্থে।
উদাহরণ:
-
পাতিহাঁস
-
পাতিশিয়াল
-
পাতিলেবু
-
পাতকুয়ো
-
পাতিকাক
উপসর্গের শ্রেণিবিভাগ:
-
বাংলা ভাষায় ব্যবহৃত সকল উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ নয়। বেশির ভাগ উপসর্গ এসেছে সংস্কৃত থেকে, এছাড়া কিছু উপসর্গ এসেছে বিদেশি ভাষা থেকে।
-
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার:
১. বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
১. বাংলা উপসর্গ:
-
বর্তমানে খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১টি।
-
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, গ্র, রাম, স, সা, সু, হা।
-
শব্দ গঠন উদাহরণ:
-
অ + কাজ = অকাজ
-
অঘা + চন্ডী = অঘাচন্ডী
-
তর + … (যেমন আরও অন্যান্য শব্দ গঠন সম্ভব)
-
0
Updated: 1 month ago