”সূর্য পূর্ব দিকে ওঠে।” - বাক্যটি কোন কালের উদাহরণ?
A
পুরাঘটিত বর্তমান
B
নিত্য অতীত
C
ঘটমান বর্তমান
D
সাধারণ বর্তমান
উত্তরের বিবরণ
• সাধারণ বর্তমান:
- যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন
- আমি স্কুলে যাই।
- সূর্য পূর্ব দিকে ওঠে।
উল্লেখ্য,
• বর্তমান কাল
- বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে।
• বর্তমান কাল চার প্রকার:
- সাধারণ বর্তমান,
- ঘটমান বর্তমান,
- পুরাঘটিত বর্তমান এবং;
- অনুজ্ঞা বর্তমান।

0
Updated: 16 hours ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
'সংজ্ঞা' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 2 weeks ago
A
সম্ + √জ্ঞা + অ + আ
B
সম্ + √জ্ঞা + অ
C
সম্ + √জ্ঞা + আ + অ
D
সন্ + √জ্ঞা + অ + আ
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-
- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
-√ব্যথ্ + অ + আ = ব্যথা,
-√কৃপ্ + অ + আ = কৃপা,
- সম্ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দের সংক্ষিপ্ত রূপ কোনটি?
Created: 15 hours ago
A
৪ঠা
B
৫ম
C
৩রা
D
৫ই
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ৫ম।
• সাধারণ পূরণবাচক
যেসব সংখ্যাশব্দ দ্বারা কোনো বস্তুর ক্রমবাচক পর্যায় বা অবস্থান বোঝানো হয়, তাদের সাধারণ পূরণবাচক বলে।
উদাহরণ:
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঁচদশ ইত্যাদি।
• সংক্ষিপ্ত রূপে লেখা যায়:
- প্রথম → ১ম
- দ্বিতীয় → ২য়
- তৃতীয় → ৩য়
- চতুর্থ → ৪র্থ
৪ঠা, ৩রা, ৫ই হচ্ছে তারিখ পূরণবাচক শব্দ।

0
Updated: 15 hours ago