”খুব সকালে ঘুম থেকে উঠতাম।” বাক্যটি কোন কালের উদাহরণ?
A
নিত্য অতীত
B
ঘটমান অতীত
C
সাধারণ অতীত
D
পুরাঘটিত অতীত
উত্তরের বিবরণ
• নিত্য অতীত:
- অতীত কালে প্রায়ই ঘটতো এমন বোঝালে নিত্য অতীত কাল হয়।
যেমন
- খুব সকালে ঘুম থেকে উঠতাম।
- তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।
উল্লেখ্য,
• অতীত কাল:
- অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে অতীত কাল বলে।
অতীত কাল চার প্রকার:
- সাধারণ অতীত,
- ঘটমান অতীত,
- পুরাঘটিত অতীত এবং;
- নিত্য অতীত।

0
Updated: 16 hours ago
কোনটি চলিত ভাষার শব্দ?
Created: 1 week ago
A
অদ্য
B
যদিও
C
তথাপি
D
নতুবা
কিছু অব্যয়পদের সাধু ও চলিত রূপের পার্থক্য নিম্নরূপ:
-
অদ্য → আজ
-
অদ্যাপি → আজও
-
কদাচ → কখনো
-
তথাপি → তবুও
-
নচেৎ → নইলে
-
নতুবা → নইলে
-
যদ্যপি → যদিও

0
Updated: 1 week ago
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Created: 1 week ago
A
কথ্যভাষা
B
উপভাষা
C
সাধুভাষা
D
চলিত ভাষা
আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। বাংলা ভাষার মোট আঞ্চলিক ভাষা ৫ টি।

0
Updated: 1 week ago
কোন উপসর্গটি "অভাব" অর্থ প্রকাশ করে?
Created: 16 hours ago
A
রাম
B
কদ
C
আব
D
হা
হা উপসর্গটি "অভাব"
অর্থ প্রকাশ করে।
• হা
- অর্থদ্যোতকতা: অভাব অর্থে
- উদাহরণ: হাপিত্যেশ, হাভাতে, হাঘরে, হাকপাল, হাহুতাশ।
অন্যান্য অপশন:
• রাম
- অর্থদ্যোতকতা: বড় বা উৎকৃষ্ট অর্থে
- উদাহরণ: রামছাগল, রামশিঙা, রামবোকা, রামদা।
• আব
- অর্থদ্যোতকতা: অস্পষ্টতা অর্থে
- উদাহরণ: আবছায়া, আবডাল।
• কদ
- অর্থদ্যোতকতা: নিন্দিত অর্থে
- উদাহরণ: কদবেল, কদর্য, কদাকার।

0
Updated: 16 hours ago