A
The window shoud be opened.
B
Let the window be opened.
C
Let the window be opened by you.
D
The window must be opened.
উত্তরের বিবরণ
• Imperative Sentence এর ক্ষেত্রে,
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে +
iv) Verb এর past participle বসে।
- সেক্ষেত্রে শেষে by + subject ব্যবহার না করলেও হয়।
Active: Open the window.
Passive: Let the window be opened.

0
Updated: 2 weeks ago
What is the synonym of 'Competent'?
Created: 2 months ago
A
Circumspect
B
Discrete
C
Capable
D
Prudent
• Competent:
English meaning: able to do something well.
Bangla meaning: উপযুক্ত; সক্ষম; দক্ষ।
• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Which sentence is correct?
Created: 6 days ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 6 days ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 3 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago