চির বসন্তের দেশ নামে পরিচিত কোনটি?
A
কানাডা
B
ব্রাজিল
C
ঘানা
D
ইকুয়েডর
উত্তরের বিবরণ
ইকুয়েডর একটি দেশ যার নামের অর্থ ‘নিরক্ষীয় অঞ্চল’। এটি দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। দেশটির মোট আয়তন ৯৯,১১২ বর্গমাইল (২৫৬,৭০০ বর্গকিমি) এবং রাজধানীর নাম কুইটো। বর্তমানে ইকুয়েডরের অধিকাংশ অঞ্চল প্রাচীন ইনকা সভ্যতার অন্তর্ভুক্ত ছিল।
-
ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত, যেখানে সিয়েরা অঞ্চল ব্যতীত দেশের বড় অংশ আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অনুভব করে।
-
দেশের ওরিয়েন্ট অঞ্চল বছরের পর বছর অস্থির সামুদ্রিক গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা প্রভাবিত।
-
ইকুয়েডরকে দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ বলা হয়।

0
Updated: 16 hours ago