ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ৪৯ : ১ হলে ২০০ কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত?
A
২ কেজি
B
২০ কেজি
C
৪ কেজি
D
৪০ কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ৪৯ : ১ হলে ২০০ কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত?
সমাধান:
লোহা ও কার্বনের অনুপাত ৪৯ : ১
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৪৯ + ১ = ৫০
২০০ কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ = ২০০ এর ১/৫০
= ৪ কেজি
0
Updated: 1 month ago
A man buys an article for 25% more than its value and sells it for 20% less than its value. His gain or loss percentage is –
Created: 1 month ago
A
23% gain
B
33.33% loss
C
28.25% gain
D
36% loss
Question: A man buys an article for 25% more than its value and sells it for 20% less than its value. His gain or loss percentage is –
Solution:
Let the original value of the article = 100
∴ Cost Price (CP) = 100 + 25% of 100
= 100 + 25 = 125
∴ Selling Price (SP) = 100 - 20% of 100
= 100 - 20 = 80
Since SP 80 is less than CP 125, there is a Loss.
∴ Loss = CP - SP = 125 - 80 = 45 টাকা
∴ Loss percentage = (Loss/CP) × 100%
= (45/125) × 100%
= 36% loss
0
Updated: 1 month ago
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুনফল কত?
Created: 2 weeks ago
A
৯০০
B
১৬০০
C
১৬৪০
D
১৬৮০
0
Updated: 2 weeks ago
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৬০° কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
Created: 2 weeks ago
A
১২ ফুট
B
৯ ফুট
C
৬ ফুট
D
৩ ফুট
সমাধান:
ধরা যাক, খুঁটির ভাঙার স্থান মাটি থেকে ফুট উপরে।
তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য হবে ফুট।
এখন ভাঙা অংশটি ভূমির সাথে ৬০° কোণে অবস্থান করছে, তাই
ভূমিতে ভাঙা অংশের প্রান্ত থেকে খুঁটির গোড়ার দূরত্ব হবে:
অর্থাৎ,
এখন ভাগ সরল করতে গুণ করব দিয়ে—
উত্তর: ৯ ফুট
0
Updated: 2 weeks ago