Choose the right preposition for the sentence. I count ___ your help.
A
after
B
upon
C
for
D
with
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
Complete Sentence: I count upon your help.
• Count on someone (phrasal verb with count verb)
English Meaning: to be confident that you can depend on someone.
Bangla Meaning: কারও ওপরে নির্ভর করা।
- count এর পর preposition 'on/ upon' বসে।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
The correct sentence of the followings-
Created: 2 months ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 2 months ago
Identify the correct sentence:
Created: 3 days ago
A
The girl burst out tears.
B
The girl burst into tears.
C
The girl burst with tears.
D
The girl bursted out tears.
Burst into tears একটি ইংরেজি ইডিয়ম, যার মানে হলো কান্নায় ভেঙ্গে পড়া। এটি ব্যবহার করা হয় যখন কেউ হঠাৎ করে কাঁদতে শুরু করে।
-
ইংরেজি অর্থ: to start to cry
-
বাংলা অর্থ: কান্নায় ভেঙ্গে পড়া
এই ইডিয়মটি past tense-এ ব্যবহার করতে হলে, burst-এর past form ব্যবহার করতে হবে। বিশেষ করে, burst-এর past form ও present form একই, অর্থাৎ burst।
সুতরাং সঠিক বাক্য হবে: The girl burst into tears।
-
বাংলা অর্থ: মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়লো।

0
Updated: 3 days ago
Which one is the correct sentence?
Created: 1 week ago
A
The doctor found my pulse.
B
The doctor took my pulse.
C
The doctor examined my pulse.
D
The doctor saw my pulse.
Take someone’s pulse / Check someone’s pulse
অর্থ: কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা।
বিস্তারিত: কারো কব্জির ধমনিতে হাত রেখে এক মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা গণনা করা। এটি সাধারণত শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: হাতের কবজিতে ধমনির স্পন্দন মাপা।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 week ago