কোন কর্মচারী মূল বেতনের (১/৪০) ভাগের সমপরিমাণ বিশেষ ভাতা পান। তার বিশেষ ভাতা ৪০ টাকা হলে, মূল বেতন কত টাকা?
A
১৪০০
B
২২০০
C
১৬০০
D
১৯০০
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন কর্মচারী মূল বেতনের (১/৪০) ভাগের সমপরিমাণ বিশেষ ভাতা পান। তার বিশেষ ভাতা ৪০ টাকা হলে, মূল বেতন কত টাকা?
সমাধান:
মূল বেতন = ৪০ টাকা
বিশেষ ভাতা = (৪০ এর ১/৪০) টাকা
= ১ টাকা
বিশেষ ভাতা ১ টাকা হলে মূল বেতন ৪০ টাকা
বিশেষ ভাতা ৪০ টাকা হলে মূল বেতন (৪০ × ৪০) টাকা
= ১৬০০ টাকা
0
Updated: 1 month ago
যদি (25)2x + 4 = 53x + 9 হয়, তবে x = কত?
Created: 2 months ago
A
0
B
- 3
C
2
D
1
প্রশ্ন: যদি (25)2x + 4 = 53x + 9 হয়, তবে x = কত?
সমাধান:
দেওয়া আছে,
⇒ (25)2x + 4 = 53x + 9
⇒ (52)2x + 4 = 53x + 9
⇒ 54x + 8 = 53x + 9
⇒ 4x + 8 = 3x + 9
⇒ 4x - 3x = 9 - 8
∴ x = 1
0
Updated: 2 months ago
হাসানের কাছে যতটি ২৫ পয়সার মুদ্রা আছে তার ২৬% বেশি ৫০ পয়সার মুদ্রা আছে। আবার যতগুলো ৫০ পয়সার মুদ্রা আছে তার ১৫০% এক টাকার মুদ্রা আছে। যদি তার কাছে মোট ২৭৭ টাকা থেকে থাকে তার কাছে কতগুলো এক টাকার মুদ্রা আছে?
Created: 4 days ago
A
১৯৫
B
১৮৯
C
১৯৮
D
১৫০
প্রশ্ন: হাসানের কাছে যতটি ২৫ পয়সার মুদ্রা আছে তার ২৬% বেশি ৫০ পয়সার মুদ্রা আছে। আবার যতগুলো ৫০ পয়সার মুদ্রা আছে তার ১৫০% এক টাকার মুদ্রা আছে। যদি তার কাছে মোট ২৭৭ টাকা থেকে থাকে তার কাছে কতগুলো এক টাকার মুদ্রা আছে?
সমাধান:
ধরি
হাসানের কাছে ২৫ পয়সার মুদ্রা আছে ১০০x টি
∴ ৫০ পয়সার মুদ্রা আছে ১২৬x টি
∴ ১ টাকা আছে ১২৬x × (১৫০/১০০) টি
= ১৮৯x টি
প্রশ্নমতে,
(১০০x/৪) + (১২৬x/২) + ১৮৯x = ২৭৭
বা, ২৫x + ৬৩x + ১৮৯x = ২৭৭
বা, ২৭৭x = ২৭৭
∴ x = ১
∴ এক টাকার মুদ্রা আছে = ১৮৯ × ১ = ১৮৯
0
Updated: 4 days ago
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে দুইজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে চার সদস্যের একটি কমিটি গঠন করা যাবে?
Created: 1 month ago
A
৬০
B
৫০
C
৪৫
D
৩৮
প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে দুইজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে চার সদস্যের একটি কমিটি গঠন করা যাবে?
সমাধান:
৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= ৫C২ × ৪C২
= ১০ × ৬
= ৬০
0
Updated: 1 month ago