কোনো আসল 2 বছরের মুনাফা- আসলে 7000 টাকা হয়। মুনাফা আসলের 2/5 অংশ হলে মুনাফা হার কত?
A
20%
B
15%
C
18%
D
25%
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনো আসল 2 বছরের মুনাফা- আসলে 7000 টাকা হয়। মুনাফা আসলের 2/5 অংশ হলে মুনাফা হার কত?
সমাধান:
ধরি,
আসল = 5x
∴ মুনাফা = (2/5) × 5x টাকা
= 2x টাকা
প্রশ্নমতে,
5x + 2x = 7000
⇒ 7x = 7000
⇒ x = 1000
∴ আসল = (5 × 1000) = 5000 টাকা
এবং মুনাফা = (2 × 1000) = 2000 টাকা
∴ 5000 টাকায় 2 বছরের মুনাফা = 2000 টাকা
∴ 1 টাকায় 1 বছরের মুনাফা = 2000/(5000 × 2) টাকা
∴ 100 টাকায় 1 বছরের মুনাফা = (2000 × 100)/(5000 × 2) = 20 টাকা
∴ সুদের হার = 20%
0
Updated: 1 month ago
কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। লোক সংখ্যা কত?
Created: 1 week ago
A
৭৫০
B
৯০০
C
৮০০
D
কোনোটিই নয়
ধরা যাক, সেই স্থানে যতজন লোক ছিল, প্রত্যেকেই তত টাকা করে দিয়েছে। অর্থাৎ, প্রত্যেকের চাঁদা = লোকসংখ্যা = x টাকা।
তাহলে মোট আদায় = লোকসংখ্যা × প্রত্যেকের চাঁদা
অর্থাৎ, x × x = 4500
⇒ x² = 4500
⇒ x = √4500
⇒ x = √(100 × 45)
⇒ x = 10√45 = 10 × 6.708 ≈ 67.08
অতএব, লোকের সংখ্যা প্রায় ৬৭ জন (প্রায়)।
প্রদত্ত বিকল্পগুলো হলো—
ক) ৭৫০
খ) ৯০০
গ) ৮০০
ঘ) কোনোটিই নয়
যেহেতু কোনো বিকল্পেই ৬৭ নেই, তাই সঠিক উত্তর হলো—
ঘ) কোনোটিই নয়।
0
Updated: 1 week ago
সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
Created: 3 weeks ago
A
১৪৪০
B
৯০০
C
১৬০০
D
৩৬০০
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
সমাধান:
১০ = ২ × ৫ = ২১ × ৫১
১২ = ২ × ২ × ৩ = ২২ × ৩১
১৮ = ২ × ৩ × ৩ = ২১ × ৩২
২৪ = ২ × ২ × ২ × ৩ = ২৩ × ৩১
∴ ল.সা.গু. = ২৩ × ৩২ × ৫১ = ৩৬০
পূর্ণবর্গ হওয়ার জন্য প্রতিটি মৌলিক উৎপাদকের ঘাত জোড় হতে হবে।
এখানে ২ এর ঘাত = ৩ (বিজোড়), ৩ এর ঘাত = ২ (জোড়), ৫ এর ঘাত = ১ (বিজোড়)।
∴ এটিকে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ২ এবং ৫ দিয়ে গুণ করতে হবে।
সুতরাং, নির্ণেয় সর্বনিম্ন গাছের সংখ্যা = ৩৬০ × ২ × ৫ = ৩৬০০
∴ সর্বনিম্ন ৩৬০০টি গাছকে সারিতে ভাগ করে বর্গাকারে রোপণ করা সম্ভব।
0
Updated: 3 weeks ago
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ২/৫ অংশ তার স্ত্রীকে দেন। অবশিষ্ট সম্পত্তি তিনি ৩ পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,৮০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?
Created: 3 weeks ago
A
৯,৬০,০০০ টাকা
B
৫,৪০,০০০ টাকা
C
৬,০০,০০০ টাকা
D
৭,২০,০০০ টাকা
প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ২/৫ অংশ তার স্ত্রীকে দেন। অবশিষ্ট সম্পত্তি তিনি ৩ পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,৮০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?
সমাধান:
ধরি,
ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা
∴ তার স্ত্রী পান = ২ক/৫ টাকা
অবশিষ্ট সম্পত্তি = ক - (২ক/৫) টাকা
= (৫ক - ২ক)/৫ = ৩ক/৫ টাকা
∴ প্রত্যেক পুত্র পায় = (৩ক/৫) ÷ ৩ = ক/৫ টাকা
প্রশ্নমতে,
স্ত্রী + ২ পুত্রের প্রাপ্ত অর্থ = ৪,৮০,০০০ টাকা
⇒ (২ক/৫) + ২ × (ক/৫) = ৪,৮০,০০০
⇒ (২ক/৫) + (২ক/৫) = ৪,৮০,০০০
⇒ ৪ক/৫ = ৪,৮০,০০০
⇒ ৪ক = ৪,৮০,০০০ × ৫
⇒ ক = (৪,৮০,০০০ × ৫) ÷ ৪
⇒ ক = ৬,০০,০০০
∴ ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ৬,০০,০০০ টাকা।
0
Updated: 3 weeks ago