A
with
B
for
C
to
D
from
উত্তরের বিবরণ
Argue with/ about
- to speak angrily to someone, telling that person that you disagree with them
- কারো সাথে তর্ক করা, মতবিরোধ করা।
- কোন বিষয়ে/ ব্যাপারে তর্ক করা।
Example: He argued with me against the logic.
• Argue for: কোন কিছুর পক্ষে বলা, যুক্তি দেখানো।
Example: He argued for the law.
• বাক্যে বলা হচ্ছে - সে আমার সাথে বিবাহের ব্যাপারে তর্ক করছিল।
- তাহলে শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with।
- সঠিক বাক্য হবে: She argued with me about the marriage.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
Identify the correct passive form- Open the window.
Created: 2 weeks ago
A
The window shoud be opened.
B
Let the window be opened.
C
Let the window be opened by you.
D
The window must be opened.
• Imperative Sentence এর ক্ষেত্রে,
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে +
iv) Verb এর past participle বসে।
- সেক্ষেত্রে শেষে by + subject ব্যবহার না করলেও হয়।
Active: Open the window.
Passive: Let the window be opened.

0
Updated: 2 weeks ago
Which of the following sentences is the correct one?
Created: 1 week ago
A
Paper is made of wood.
B
Paper is made from wood.
C
Paper is made by wood.
D
Paper is made on wood.
✅ সঠিক বাক্য: Paper is made from wood.
🔹 যখন কোনো বস্তু তৈরির পর তার মূল উপাদানটি দৃশ্যমান এবং একই অবস্থায় থাকে, তখন made of ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
The table is made of wood.
-
The ring is made of gold.
এখানে টেবিল ও আংটিটি তৈরি হলেও কাঠ ও সোনার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তাই made of ব্যবহৃত হয়েছে।
🔹 অপরদিকে, যদি কোনো কিছু তৈরির পর তার উপাদানটি আর দেখা না যায় বা উপাদানের রূপান্তর ঘটে, তাহলে made from ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Paper is made from wood.
-
Glass is made from sand.
কাগজ বা কাঁচ তৈরি হলেও কাঠ বা বালির মূল রূপ সেখানে আর দৃশ্যমান নেই, বরং তা পরিবর্তিত হয়েছে। তাই এখানে made from প্রযোজ্য।

0
Updated: 1 week ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool.
D
The man which said that was a fool.
• The correct sentence is - The man who said that was a fool.
• Rules of the sentence:
- Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
example:
- The man who said that was a fool.
- The man who stole my bag was tall.

0
Updated: 2 months ago