রহিম ও করিমের বেতনের অনুপাত ৫ : ২ । করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৩৪৮ টাকা কম হলে রহিমের বেতন কত?
A
৫৭০ টাকা
B
৫৮০ টাকা
C
৬৬০ টাকা
D
৫৫০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: রহিম ও করিমের বেতনের অনুপাত ৫ : ২ । করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৩৪৮ টাকা কম হলে রহিমের বেতন কত?
সমাধান:
ধরি,
রহিমের বেতন = ৫ক
করিমের বেতন = ২ক
প্রশ্নমতে,
৫ক - ২ক = ৩৪৮
⇒ ৩ক = ৩৪৮
⇒ ক = ৩৪৮/৩
⇒ ক = ১১৬
∴ রহিমের বেতন = ৫ × ১১৬ = ৫৮০ টাকা
0
Updated: 1 month ago
একজন টিভি বিক্রয়কর্মী প্রতিটি টিভি বিক্রয়ের জন্য ৩৬০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ৩% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি টিভি বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৬% হারে কমিশন পায়। টিভির বিক্রয়মূল্য কত হলে দুজনের কমিশন সমান হবে।
Created: 6 days ago
A
৮,৫০০ টাকা
B
৯,০০০ টাকা
C
১১,০০০ টাকা
D
১২,০০০ টাকা
ধরি,
বিক্রয়মূল্য x টাকা
∴ ৩৬০ টাকা + x এর ৩/১০০ = x এর ৬/১০০
⇒৩৬০ + ৩x/১০০ = ৩x/৫০
⇒৩x/৫০ - ৩x/১০০= ৩৬০
⇒৬x/-৩x/১০০ = ৩৬০
⇒x= ৬৩০০০/৩
∴ x= ১২০০০
0
Updated: 6 days ago
P is heavier than B. R is lighter than A. P is Lighter than R. Who is the heaviest?
Created: 5 days ago
A
B
B
P
C
A
D
R
Heavier গুলো উপরে ও lighter গুলো নিচে সাজিয়ে-
P A R
B R P
P ও R নিচের সারিতেও আছে, সুতরাং A হচ্ছে heaviest.
0
Updated: 5 days ago
যদি 'ক' এবং 'খ' দুইটি পূর্ণসংখ্যা হয় এবং ৫ ক + ৩ খ = ১৭ হয়, তাহলে নিচের কোনটি 'খ' এর মান হতে পারে?
Created: 6 days ago
A
২
B
৩
C
৪
D
a ও c
৫ক+৩খ =১৭
খ = ২ হলে, ৫ক + ৩২ = ১৭ ⇒ক = ১১/৫; যা পূর্ণ সংখ্যা নয়।
খ= ৩ হলে, ৫ক + ৩৩ = ১৭ ⇒ক= ৮/৫; যা পূর্ণ সংখ্যা নয়।
খ= ৪ হলে, ৫ক + ৩৪ = ১৭ ⇒ক= ৫/৫; যা পূর্ণ সংখ্যা।
0
Updated: 6 days ago