বার্ষিক ৫% হার সরল সুদে ৬০০ টাকা এবং বার্ষিক ৭% হার সরল সুদে ৯০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?
A
৬.২৫%
B
৬.২%
C
৫.২৫%
D
৫.৫%
উত্তরের বিবরণ
প্রশ্ন: বার্ষিক ৫% হার সরল সুদে ৬০০ টাকা এবং বার্ষিক ৭% হার সরল সুদে ৯০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?
সমাধান:
৬০০ টাকার জন্য ৫% হারে সুদ = (৬০০ × ৫)/১০০ = ৩০ টাকা
৯০০ টাকার জন্য ৭% হারে সুদ = (৯০০ × ৭)/১০০ = ৬৩ টাকা
মোট সুদ = ৩০ + ৬৩ = ৯৩ টাকা
মোট মূলধন = ৬০০ + ৯০০ = ১৫০০ টাকা
∴ গড় সুদের হার = (মোট সুদ × ১০০)/মোট মূলধন
= (৯৩ × ১০০)/১৫০০
= ৯৩/১৫
= ৬.২%
সুতরাং, মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক ৬.২% সুদ পাওয়া যাবে।
0
Updated: 1 month ago
ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
Created: 5 months ago
A
২৭ টাকা
B
২৫.৯৩ টাকা
C
৪০ টাকা
D
২৫.৫০ টাকা
সমাধান:
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১৩৫ টাকা
১৩৫ টাকায় খ এর বেতন কম ৩৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ৩৫/১৩৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৩৫×১০০)/১৩৫
= ২৫.৯৩ টাকা
0
Updated: 5 months ago
১/২ এর শতকরা কত ৩/৫ হবে?
Created: 1 month ago
A
১২৫%
B
১২০%
C
১৩০%
D
১৪০%
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ৩/৫ হবে?
সমাধান:
১/২ এর ক% = ৩/৫
বা, ১/২ এর ক/১০০ = ৩/৫
বা, ক/২০০ = ৩/৫
বা, ক = (২০০ × ৩)/৫
∴ ক = ১২০
0
Updated: 1 month ago
A man paid tax on 12000 Taka at the rate of 20%. He paid the tax in 10 equal payments. what is the amount of each payment?
Created: 2 months ago
A
220 TK.
B
240 TK.
C
280 TK.
D
290 TK.
Question: A man paid tax on 12000 Taka at the rate of 20%. He paid the tax in 10 equal payments. what is the amount of each payment?
Solution:
100 টাকায় কর দেয় = 20 টাকা
∴ 1 টাকায় কর দেয় = 20/100 = 1/5 টাকা
∴ 12000 টাকায় কর দেয় (20× 12000)/100 = 2400 টাকা
∴ মোট কর = 2400 টাকা
10টি সমান কিস্তিতে পরিশোধ করে।
∴ প্রতি কিস্তিতে পরিশোধ = 2400/10 = 240 টাকা
0
Updated: 2 months ago